Dr. Shaila Islam Source: Supplied
করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কমছে, ডাক্তাররা প্রয়োজনীয় পিপিই, গ্লাভস , মাক্স ফেইস শিল্ড পাচ্ছে
Westmead Hospital in Sydney's west Source: AAP
কোভিড-১৯ এর এই মহামারীর সময় ডাক্তাররা তাদের জীবনকে চ্যালেঞ্জের মুখোমুখি রেখে সেবা দিয়ে যাচ্ছে। কোভিড-১৯ এর যুদ্ধে তারা প্রথম কাতারের যোদ্ধা।এই প্রবাসে উল্লেখযোগ সংখ্যক বাংলাভাষী ডাক্তার রয়েছেন। তারাও এই যুদ্ধে সামিল। ডাক্তাররা কতটুকু নিরাপত্তার সাথে কাজ করতে পারছেন ।তাদের প্রয়োজনীয় পিপিই, গ্লাভস , মাক্স ফেইস শিল্ড পাচ্ছেন কিনা। তারা কোনো আতঙ্কে আছেন কিনা এ সব কিছু নিয়ে এস বি এস বাংলার সঙ্গে কথা বলেছেন ডাক্তার শায়লা ইসলাম ।তিনি সিনিয়র স্টাফ স্পেশালিস্ট ইমার্জেন্সি ফিজিশিয়ান ব্লাকটাউন - ওয়েস্টমিড হাসপাতাল এবং প্রবাসী ডাক্তারদের সংগঠন বাংলাদেশ মেডিকেল সোসাইটি অফ নিউ সাউথ ওয়েলস এর প্রেসিডেন্ট। ডাক্তার শায়লা ইসলামের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
Share