এসব তথ্য কমিউনিটির স্বার্থে অস্ট্রেলিয়ান ট্যাক্সেশন অফিস কর্তৃক প্রচারিত
ট্যাক্স রিটার্ন তৈরির ক্ষেত্রে আপনাকে জানতে হবে কোন কোন আইটেম ট্যাক্স ডিডাক্টিবল বা বিয়োগযোগ্য।
একজন ব্যক্তি হিসেবে আপনি যখন দেখবেন কোনো খরচ ট্যাক্স ডিডাক্টিবল বা বিয়োগযোগ্য কিনা, সেক্ষেত্রে তিনটি সোনালী বিধি রয়েছে যা অবশ্যই প্রযোজ্য হবে:
আপনি কি উক্ত অর্থ নিজে খরচ করেছেন এবং আপনার নিয়োগদাতা তা পরিশোধ করে নি?
সেই অর্থ কি সরাসরি আপনার উপার্জনের সঙ্গে সংশ্লিষ্ট?
আপনার কাছে কি এমন কোনো রেকর্ড বা লিখিত দলিল রয়েছে যা দিয়ে আপনি তা প্রমাণ করতে পারবেন?
মনে রাখবেন, সেই খরচ যদি কাজ এবং ব্যক্তিগত উদ্দেশ্য উভয় কারণেই করা হয়, তাহলে আপনি শুধুমাত্র কাজ সম্পর্কিত অংশটুকুই ডিডাকশন বা বিয়োগযোগ্য খরচ হিসেবে ক্লেইম বা দাবি করতে পারবেন।
আপনি যদি ছোট একটি ব্যবসা পরিচালনা করে থাকেন, সেক্ষেত্রে আপনার ব্যবসায়ের খরচ ট্যাক্স ডিডাক্টিবল বা বিয়োগযোগ্য খরচ কিনা তা নিরূপণ করতে, আপনি এই তিনটি সোনালী বিধি অবশ্যই প্রয়োগ করে দেখবেন:
আপনি অবশ্যই সেই অর্থ আপনার ব্যবসার জন্য খরচ করেছেন, এটা ব্যক্তিগত খরচ হতে পারবে না।
এই খরচ যদি ব্যবসা এবং ব্যক্তিগত খরচের মিশ্রণ হয়, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র আপনার ব্যবসায়ের সঙ্গে সম্পর্কিত অংশটুকু ক্লেইম বা
দাবি করতে পারবেন এবং
আপনার কাছে অবশ্যই এটি প্রমাণ করার মতো রেকর্ড বা লিখিত দলিল থাকতে হবে।
বিভিন্ন ভাষায় সাধারণ তথ্যাবলী পাওয়া যাবে ato dot gov dot au forward slash other languages ওয়েবঠিকানায়। কিংবা, আপনি ট্রান্সলেটিংঅ্যান্ডইন্টারপ্রেটিংসার্ভিসএ১৩১৪৫০নম্বরেফোনকরতে পারেন এবং তাদেরকে বলেতে পারেন ১৩১০২০নম্বরেসংযোগদিতে।
বাংলায় এসব তথ্য শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।