Bangladesh's High Commissioner to Australia Mohammad Sufiur Rahman. Source: SBS News
শীঘ্রই আরেকটি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে সিডনি ছাড়ছে
Source: Singapore Airlines
করোনা ভাইরাসের ফলের আরোপিত বিভিন্ন বিধিনিষেধ ও ভ্রমণ নিষেধাজ্ঞায় বিভিন্ন দেশের সীমান্ত বন্ধ থাকায় স্বাভাবিক বিমান চলাচল বন্ধ হয়ে গেছে। দীর্ঘ সময়ে বিভিন্ন দেশে আটক পড়েছেন বহু ভ্রমণকারী।অস্ট্রেলিয়াতে উল্লোখযোগ সংখ্যক বাংলাদেশী ভ্রমণকারীরা আটকা পরে আছেন।গত মে মাসে বাংলাদেশ হাইকমিশন ক্যানবেরার বিশেষ ব্যবস্থা ও ভিক্টোরিয়ান বাংলাদেশী কমিউনিটি ফাউন্ডেশন এর সহযোগিতায় ১৫৭ জন বাংলাদেশী কে নিয়ে শ্রীলংকা এয়ারলাইন্স এর একটি বিশেষ বাণিজ্যিক ফ্লাইট মেলবোর্ন থেকে যাত্রা করে বাংলাদেশ পৌঁছায়। দীর্ঘ সময়ে আটকে থাকা আরো বহু সংখক বাংলাদেশী যাত্রী দেশে ফেরার জন্য ব্যাকুলতা প্রকাশ করে। বাংলাদেশ হাইকমিশন ক্যানবেরা দ্বিতীয় আরেকটি বিশেষ ফ্লাইট এর ব্যবস্থা করেছে। শীঘ্রই ওই ফ্লাইটটি অস্ট্রেলিয়ার সিডনি থেকে বাংলাদেশিদের দেশে ফেরত নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।এ নিয়ে এস বি এস বাংলার সঙ্গে কথা বলছেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশে হাই কমিশনের হাইকমিশনার মান্যবর সুফিউর রহমান। সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
Share