সেটেলমেন্ট গাইড: ট্যাক্স রিটার্ন ২০২০: আপনার ট্যাক্স রিটার্ন কীভাবে তৈরি ও জমা দিবেন?

Settlement Guide: Tax Return 2020: how to best prepare and lodge your tax returns?

Source: Getty Images

১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত সময়ে আপনি যদি অস্ট্রেলিয়ায় কোনো উপার্জন করেন তাহলে ৩১ অক্টোবরের মধ্যে ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে। আপনি কীভাবে ট্যাক্স রিফান্ড দাবি করবেন এবং আপনার ট্যাক্স বিল কমাবেন এ নিয়ে একটি প্রতিবেদনটি শুনতে উপরের অডিও লিংকটিতে ক্লিক করুন।


১৩ মিলিয়নেরও বেশি অস্ট্রেলিয়ান নাগরিক ও স্থায়ী অভিবাসী এ বছর তাদের ট্যাক্স রিটার্ন জমা দিবে। সেই প্রক্রিয়ার একটি অংশ হিসেবে অস্ট্রেলিয়ান ট্যাক্সেশন অফিস ট্যাক্স রিফান্ড পাওয়ার উপযুক্ত কারা তা খতিয়ে দেখবে। করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে অস্ট্রেলিয়া সরকার এ বছর বেশ কিছু অর্থনৈতিক উদ্যোগ গ্রহণ করেছে। তাই আয়করের জন্য এ বছরটি অন্যান্য বছরগুলোর তুলনায় ভিন্ন রকম।

চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অস্ট্রেলিয়া অ্যান্ড নিউ জিল্যান্ড এর অস্ট্রেলিয়ান ট্যাক্স লিডার মাইকেল ক্রোকার বলেন, অড জব করা লোকেরা যারা আনুষ্ঠানিকভাবে এমপ্লয়েড বা কর্মরত হিসেবে বিবেচিত নয়, তাদেরকে আয়কর প্রদান করতে হয় না।

যে-সব কর্মী বার্ষিক ১৮,২০০ ডলারের কম উপার্জন করেন, তাদেরকে কোনো ট্যাক্স প্রদান করতে হয় না। তবে, তাদেরকে অবশ্যই ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে।

ওয়ার্কিং হলিডে মেকার্স ভিসা সাবক্লাস ৪১৭ এবং ৪৬২ তে যারা রয়েছেন তাদের বার্ষিক উপার্জন যদি ৩৭,০০১ ডলারের কম হয়, তাহলে তাদেরকেও কোনো আয়কর দিতে হবে না।

এ পর্যন্ত ৪০ টিরও বেশি দেশের সঙ্গে কর চুক্তি করেছে অস্ট্রেলিয়া। যারা এখানে বসবাস করে বিদেশেও উপার্জন করেন তাদেরকে দ্বিগুণ ট্যাক্স প্রদান করা থেকে কিংবা তাদের ট্যাক্স এড়ানো রোধ করার জন্য আর্থিক তথ্যাবলী শেয়ার করা হয় এর মাধ্যমে।

অস্ট্রেলিয়ান কর্মীদের মধ্যে প্রায় অর্ধেকই ফেডারাল সরকারের পাক্ষিক ১৫০০ ডলার জবকিপার পেমেন্ট পাওয়ার উপযুক্ত। এ অর্থ থেকেও আয়কর দিতে হবে।

মেলবোর্নের ‘এ ওয়ান অ্যাকাউন্টেন্টস’-এর প্রিন্সিপল আনন্দ শুক্লা বলেন, কোভিড-১৯ এর প্রাদূর্ভাবের আগের তুলনায় এখন কোনো কোনো কর্মী ভাল অবস্থায় থাকতে পারেন।

কোনো কোনো নিয়োগদাতার জন্য জবকিপার অনেক জটিল প্রক্রিয়া। তবে শুক্লা বলেন, এই প্রক্রিয়ায় গতি আনার জন্য কর্মীরা উদ্যোগী হতে পারেন।

কর্মীদেরকে তিনি পরামর্শ দেন তাদের উপযুক্ততার বিষয়টি নোটিফাই করার জন্য। তিনি তাদেরকে জব কিপার এমপ্লয়ি নমিনেশন নোটিশ ফর্ম পূরণ করে নিয়োগদাতার কাছে যত দ্রুত সম্ভব জমা দিতে বলেন।

শুক্লা বলেন, ভালভাবে রেকর্ড সংরক্ষণ না করার কারণে বহু উবার এবং ফুড ডেলিভারি ড্রাইভার তাদের ট্যাক্স রিফান্ড থেকে বঞ্চিত হতে পারেন।

কোভিড-১৯ এর কারণে কয়েক মিলিয়ন অস্ট্রেলিয়ান সাময়িকভাবে ঘর থেকে কাজ করতে বাধ্য হচ্ছেন। তাদেরকে প্রতি কর্ম-ঘণ্টায় ৮০ সেন্ট করে কর ছাড় দাবি করার সুযোগ দিচ্ছে সরকার। শুক্লা বলেন, ঘরে থেকে কাজ করার ক্ষেত্রে যাদের বড় স্থান লাগে, তারা আরও বেশি কর ছাড় পেতে পারেন। শর্ত হচ্ছে যে, তাদেরকে ‘অ্যাকচুয়াল কস্ট মেথড’ ব্যবহার করে বিস্তারিত রেকর্ড সংরক্ষণ করতে হবে।

একক ব্যবসায়ী যারা ঘর থেকে কাজ করেন তারাও একইভাবে ওয়ার্কিং ফ্রম হোম ট্যাক্স এনটাইটলমেন্টগুলোর জন্য উপযুক্ত। তারা তাদের মর্টগেজ এবং রেন্ট থেকেও ডিডাকশন বা ছাড় পেতে পারেন। তবে শুক্লা সতর্ক করে বলেন, এতে করে বাড়ির মালিকের ক্যাপিটাল গেইনস ট্যাক্সের উপর প্রভাব পড়তে পারে।

মাইকেল ক্রোকারের মতে ট্যাক্স রিটার্ন ট্র্যাকিং করার প্রক্রিয়া অনেক সোজা-সাপ্টা।

ভাষা ও সংস্কৃতির দিক দিয়ে বৈচিত্রপূর্ণ প্রায় ৭০০টি কমিউনিটি সংগঠনের সঙ্গে ট্যাক্স বিষয়ক তথ্যাবলী বিতরণের কাজ করেছে এটিও।

আপনার ভাষায় এটিও-এর ট্যাক্স টক ওয়েবপেজে ট্যাক্স বিষয়ক নানা তথ্য পাবেন। এছাড়া, আপনি এটিও-তে পরামর্শের জন্য কল করতে পারেন 13 28 61 নম্বরে।

আপনার উপার্জন যদি ৬০,০০০ ডলারের কম হয় তাহলে আপনি ট্যাক্স হেল্প-এর জন্যও উপযুক্ততা লাভ করবেন।

আপনার যদি ভাষাগত সহায়তার প্রয়োজন হয়, তাহলে ট্রানস্লেটিং অ্যান্ড ইন্টারপ্রিটিং সার্ভিসে 13 14 50 নম্বরে কল করুন এবং তাদেরকে এটিও হেল্পলাইনে সংযোগ দিতে বলুন।

কোভিড-১৯ এর এই সময়ে ট্যাক্স বিষয়ক তথ্য, ব্যক্তিগত এবং ব্যবসায়ের ক্ষেত্রে সহযোগিতার জন্য এটিও-র ওয়েবসাইট দেখুন।

 


Share