সেটেলমেন্ট গাইড: ব্রিজিং ভিসাধারীরা কেমন আছেন অস্ট্রেলিয়ায়?

Family in car

Family in car Source: Getty ImagesDouglas Sacha

করোনাভাইরাসের বৈশ্বিক মহামারির প্রভাবে অস্ট্রেলিয়ার প্রায় ৯৭,০০০ ব্রিজিং ভিসাধারী বিপাকে পড়েছে। ফেডারাল সরকারের কোভিড-১৯ সহায়তা প্রকল্পগুলো থেকে সহায়তা লাভের উপযুক্ত নয় তারা। সরকারের সাম্প্রতিক তথ্য অনুসারে, প্রায় ৯৭,০০০ ব্রিজিং ভিসাধারীর মধ্য থেকে, প্রায় ১২,০০০ আশ্রয়প্রার্থী, যারা আসলে ২০১২ সালে বোটে করে এসেছে। তারা এখনও অপেক্ষা করছে তাদের রিফিউজি স্ট্যাটাসের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য।প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।


এবিএস-এর সাম্প্রতিক তথ্য থেকে দেখা যাচ্ছে, বেকারত্বের হার ৬.২ শতাংশে উন্নীত হয়েছে। যদিও কোনো কোনো অর্থনীতিবিদ ভিন্নভাবে যে বিশ্লেষণ দেখিয়েছেন তাতে বাস্তবতা আরও করুনভাবে ফুটে উঠেছে।

রিফিউজি কাউন্সিল অফ অস্ট্রেলিয়া ও এর ১৮৬ টি অধিভুক্ত প্রতিষ্ঠান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অসহায় অস্থায়ী ভিসাধারীদেরকে মৌলিক চাহিদা পূরণে সহায়তা করতে। যাদের মধ্যে রয়েছে আন্তর্জাতিক শিক্ষার্থীরা, আশ্রয়প্রার্থী, অস্থায়ী অভিবাসী কর্মী এবং শরণার্থীরা। রিফিউজি কাউন্সিলের সিইও পল পাওয়ার বলেন,

পল পাওয়ার বলেন, সরকারের সাম্প্রতিক তথ্য অনুসারে, প্রায় ৯৭,০০০ ব্রিজিং ভিসাধারীর মধ্য থেকে, প্রায় ১২,০০০ আশ্রয়প্রার্থী, যারা আসলে ২০১২ সালে বোটে করে এসেছে। তারা এখনও অপেক্ষা করছে তাদের রিফিউজি স্ট্যাটাসের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য। এ বিষয়ে চূড়ান্ত ফয়সালা হয়ে গেলে তারা সরকারের সাহায্য পাওয়ার উপযুক্ততা লাভ করতে পারবে।

মুসলমান সমাজকর্মীদের দ্বারা প্রতিষ্ঠিত একটি অলাভজনক প্রতিষ্ঠান ব্রাদার্স ইনডিড এর কুইন্সল্যান্ড স্টেট ম্যানেজার আনসারি মোহাম্মদ। যারা নিজেদের প্রয়োজন মেটাতে পারে না তাদেরকে সহায়তা করার জন্য মুসলিম চ্যারিটেবল ফাউন্ডেশন এবং মুসলিম এইড অস্ট্রেলিয়ার সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে তিনি কাজ করছেন। এদের মধ্যে আন্তর্জাতিক শিক্ষার্থী এবং উবার ড্রাইভাররাও রয়েছেন।

তিনি বলেন, আর্থিক সংগ্রামে লিপ্ত পরিবারগুলোর জন্য ফিজ মওকুফ করে সহায়তা করছে কোনো কোনো স্কুল।

লিগাল এইড নিউ সাউথ ওয়েলস জানিয়েছে, তাদের পরিষেবা গ্রহণের জন্য চাহিদা অনেক বেড়ে গেছে। তাদের ইমিগ্রেশন বিষয়ক সিনিয়র সলিসিটর কেটি রিগলি বলেন, ব্রিজিং ভিসাধারীরা তাদের ইমিগ্রেশন স্ট্যাটাসের কারণে সীমিত অধিকার ভোগ করে থাকেন।

২০১৯-২০২০ অর্থ-বছরে ব্রিজিং ভিসাধারীদের জন্য তাদের সুপার-অ্যানুয়েশন ফান্ড থেকে ১০,০০০ ডলার পর্যন্ত উত্তোলনের সুযোগ দিয়েছে ফেডারাল সরকার। এটি ট্যাক্স ফ্রি।

এদিকে, স্ট্যাটাস রিজলুশন সাপোর্ট সার্ভিসেস-এর মাধ্যমে ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স স্বল্প-মেয়াদী পেমেন্ট প্রদান করছে ব্রিজিং ভিসা-ই ভিসাধারীদেরকে, যারা সম্প্রতি ইমিগ্রেশন ডিটেনশন থেকে মুক্তি পেয়েছে কিংবা রেসিডেন্স ডিটারমিনেশন এর অধীনে কমিউনিটিতে বসবাস করছে। পল পাওয়ার বলেন, বহু ব্রিজিং ভিসাধারী এই স্কিম থেকে সহায়তা লাভ করতে পারছে না।

এ রকম অনেকেই আছেন, যাদের চ্যারিটি ডোনেশনের উপরে নির্ভর করা ছাড়া অন্য কোনো উপায় নেই। পল পাওয়ার বলেন, প্রায় ২০০টি সাপোর্ট এজেন্সির সূত্রে জানা গেছে, তাদের কাছে সহায়তা চেয়ে দ্বিগুণ বা তিন গুণ সংখ্যক কল এসেছে।

নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া এবং কুইন্সল্যান্ডে শরণার্থী এবং আশ্রয়প্রার্থীদেরকে সহায়তা করে থাকে সেটেলমেন্ট সার্ভিসেস ইন্টারন্যাশনাল নামের একটি সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার গ্রেগ বেনসন বলেন, সাহায্যের আবেদন নিয়ে প্রচুর কল পাচ্ছেন তারা।

পল পাওয়ার বলেন, সিডনির অবার্ন, ব্ল্যাকটাউন, লিভারপুল এবং মেলবোর্নের ড্যানডিনং এলাকায় বহুল সংখ্যক শরণার্থী এবং আশ্রয়প্রার্থী বসবাস করেন। এ রকম এলাকাগুলোর চ্যারিটিগুলোতে চাপ অনেক বেড়ে গেছে।

সেটেলমেন্ট সার্ভিসেস ইন্টারন্যাশনাল SSI নামেও পরিচিত। সম্প্রতি তারা নিউ সাউথ ওয়েলসে প্রায় ৫০০ জন অস্থায়ী অভিবাসীর উপরে একটি জরিপ পরিচালনা করে। এতে দেখা যায়, কোভিড-১৯ এর সঙ্কটের সময়ে তাদের কাছে সহায়তা প্রার্থী অস্থায়ী ভিসাধারীদের মধ্য থেকে শতকরা ৬২ ভাগ জানিয়েছেন, তারা অভুক্ত অবস্থায় দিন কাটিয়েছেন।

গ্রেগ বেনসন বলেন, আশ্রয়প্রার্থী ব্যাকগ্রাউন্ডের ব্যক্তি ও পরিবারগুলোকে খাবার সরবরাহ করার জন্য SSI একটি অফিস চালু করেছে। অভাবী মানুষদের সাহায্যে এগিয়ে আসার জন্য তিনি কমিউনিটির সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি ২০ ও ৫০ ডলার করে কেয়ার প্যাকেজ অনুদান প্রদানের জন্য আহ্বান জানান।

ক্যাটি রিগালি বলেন, অস্ট্রেলিয়ায় কীভাবে বৈধভাবে থাকা যাবে সে সম্পর্কে জানতে বহু ব্রিজিং ভিসাধারী আগ্রহী। সীমান্ত বন্ধ থাকার কারণে এবং টিকিটের চড়া মূল্যের কারণে তারা নিজের দেশে ফেরত যেতে পারছে না।

ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস, সেটেলমেন্ট সার্ভিসেস ইন্টারন্যাশনাল, রেড ক্রস এবং ইউনিভার্সিটি অফ মেলবোর্ন এর পরিচালিত একটি সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, যে-সব ব্যক্তি ইনসিকিউর বা অনিশ্চিত ভিসায় এখানে বাস করছেন তারা অন্যান্য নিশ্চিত ভিসাধারীর তুলনায় তাৎপর্যমূলকভাবে উচ্চ মাত্রায় পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিজ-অর্ডার এবং ডিপ্রেশনের সিম্পটমে ভোগেন। এদের মধ্যে আত্মহত্যার প্রবণতা আড়াই গুণ বেশি দেখা যায়।

মোহাম্মদ আনসারী বলেন, অসহায় ব্যক্তিদেরকে সহায়তা করার জন্য জিপি, সাইকোলজিস্ট এবং কমিউনিটি অর্গানাইজেশনগুলো থেকে রেফারেল গ্রহণ করে থাকে ব্রাদার্স ইন নিড প্রতিষ্ঠানটি।

যে-সব ব্যক্তি ও পরিবারকে তিনি সহায়তা করেন, তাদের মাঝে মানসিক চাপ লক্ষ করেছেন বলে জানান মোহাম্মদ আনসারী।

বহু ব্রিজিং ভিসাধারীর জন্য গৃহহীনতা হলো সত্যিকারের হুমকি। SSI জরিপে দেখা যায়, শতকরা ৭৬ ভাগ অংশগ্রহণকারী জানিয়েছেন, তারা সময় মতো তাদের ভাড়া কিংবা মর্টগেজ পরিশোধ করতে পারেন না।

ক্যাটি রিগলি বলেন, কোনো কোনো ব্রিজিং ভিসাধারী অনিশ্চিত অবস্থায় জীবনযাপন করতে বাধ্য হন।

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাসের প্রকোপ অনেক হ্রাস পেয়েছে। তবে, পল পাওয়ার মনে করেন, এক্ষেত্রে সরকার আরও কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারে।

নিউ সাউথ ওয়েলসে বিনামূল্যে আইনী পরামর্শের জন্য কল করুন: LawAccess NSW on 1300 888 529 নম্বরে, সোম থেকে শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

For free legal advice in NSW, call LawAccess NSW on 1300 888 529 Monday to Friday from 9am to 5pm.

For Legal Aid in Victoria, call 1300 792 387 on weekdays from 9am to 5pm.

For Legal Aid Queensland, call 1300 65 11 88 Monday to Friday from 9am to 4pm.

ForLegal Aid Western Australia, call 1300 650 579 Monday to Friday from 9am to 4pm.

For Legal Aid ACT, call 1300 654 314Monday to Friday from 9am to 4pm.

For theLegal Aid Commission of Tasmania, call 1300 366 611 Monday to Friday from 9am to 5pm.

For theLegal Services Commission of South Australia, call 1300 366 424 Monday to Friday from 9am to 4:30pm.

For theNorthern Territory Legal Aid Commission, ring 1800 019 343 Monday to Friday from 8am to 4:30pm.

আপনি যদি নিদারুণ যন্ত্রণায় ভোগেন এবং আবেগগত সহযোগিতা চান তাহলে কল করুন Beyondblue করোনাভাইরাস মেন্টাল ওয়েলবিয়িং সাপোর্ট সার্ভিসে 1800 512 348 নম্বরে কিংবা Lifeline এ 13 11 14 নম্বরে দিনে-রাতে যে-কোনো সময়ে।
আপনার যদি ভাষাগত সহায়তার প্রয়োজন হয়, তাহলে দোভাষীর জন্য কল করুন 13 14 50 নম্বরে এবং আপনার প্রয়োজনীয় সহায়তাকারী প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত করতে বলুন।

 


Share