“রিয়েল এস্টেট এজেন্ট হওয়া সহজ, কিন্তু এ কাজে টিকে থাকা কঠিন”

Handing over keys

Mandeep Singh is a real estate agent at Impact Properties Canberra - Gungahlin. Picture: Supplied Source: Getty Images/Witthaya Prasongsin

কোভিড-১৯ বৈশ্বিক মহামারীর প্রভাব পড়েছে অর্থনীতিতে। অস্ট্রেলিয়ায়, বিশেষত মেলবোর্নের প্রপার্টি মার্কেটে এর কী রকম প্রভাব পড়েছে? রিয়েল এস্টেট ব্যবসায়ী সাজেদুল সোহাগ কথা বলেছেন এসবিএস বাংলার সঙ্গে।


সাজেদুল সোহাগের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

রিয়েল এস্টেট ব্যবসায়ী সাজেদুল সোহাগ বলেন, এজেন্ট হওয়া সহজ, কিন্তু এ কাজে টিকে থাকা কঠিন।
রিয়েল এস্টেট ব্যবসায়ী সাজেদুল সোহাগ বলেন, এজেন্ট হওয়া সহজ, কিন্তু এ কাজে টিকে থাকা কঠিন। Source: Imran Abul Kashem


Follow SBS Bangla on .

Share