ম্যাকুয়ারি ইউনিভার্সিটি প্রফেসর এম রফিকুল ইসলামকে এমেরিটাস অধ্যাপক উপাধি দিয়েছে

Professor M Rafiqul Islam

Professor M Rafiqul Islam Source: Professor M Rafiqul Islam

অস্ট্রেলিয়ার ম্যাকুয়ারি ইউনিভার্সিটি তাদের ৪৯৮ তম কাউন্সিল সভায় প্রফেসর এম রফিকুল ইসলামকে এমেরিটাস অধ্যাপক উপাধি প্রদান করেছে । এই প্রবাসে তিনিই প্রথম বাংলাদেশী বংশোদ্ভুত কোনো শিক্ষাবিদ এই বিরল সম্মানে ভূষিত হলেন। তাঁর শিক্ষকতা, রিসার্চ ও বিশ্ববিদ্যালয়ের প্রতি আনুগত্য তাঁকে এই উপাধি পেতে সাহায্য করেছে। অস্ট্রেলিয়ায় আসার আগে তিনি বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান ছিলেন । পরবর্তীতে তিনি ম্যাকুয়ারি ইউনিভার্সিটির ডিন ও রিসার্চ প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন।তিনি পিএইচ ডি প্রোগ্রামের ডিরেক্টর ও পিএইচডি কমিটির চেয়ারম্যান ছিলেন। প্রফেসর রফিক প্রায় ত্রিশ বছর ধরে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। এই বিশ্ববিদ্যালয়েই তিনি একবার শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা পেয়েছিলেন ।এসবিএস বাংলার সাথে দেয়া এক সাক্ষাৎকারে তিনি তার বর্ণাঢ্য আলোকিত জীবনের গল্প বলেন । প্রফেসর এম রফিকুল ইসলামের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও লিংকটিতে ক্লিক করুন।



Share