Dr.Ayaz Chowdhury,MBBS FRACP D.Epid Source: Ayaz Chowdhury
বাউয়েল বা কোলোরেক্টাল ক্যান্সার প্রাথমিক অবস্থায় সনাক্ত করা গেলে নিরাময় সম্ভব - ডাক্তার আয়াজ চৌধুরী
Bowel cancer screening Source: www.bowelcanceraustralia.org
বাউয়েল ক্যান্সারের প্রাথমিক লক্ষণ সনাক্তকরণের জন্য স্ক্রিনিং অন্যতম কার্যকর উপায়। প্রথম দিকে লক্ষণ সনাক্ত করা গেলে,বেশিরভাগ ক্ষেত্রে এই ক্যান্সারের সফল চিকিৎসা করা যেতে পারে।কোভিড ১৯ এই মহামারীর সময়ে আপনি হয়তো আপনার অন্যানো বিষয়গুলোর সাথে এই বিষয়টিকে তেমন গুরুত্ব দিচ্ছেন না - যেমন আপনার বাউয়েল স্ক্রিনিং টেস্ট কিট।বাউয়েল (বা কোলোরেক্টাল) ক্যান্সারের কারণে ফুসফুসের ক্যান্সারের পরে অস্ট্রেলিয়ায় দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক ক্যান্সারের মৃত্যুর কারণ হয়ে থাকে। তবে, প্রায় ৯০ শতাংশ এই বাউয়েল (বা কোলোরেক্টাল) ক্যান্সারের আক্রান্ত রোগীদের প্রাথমিক অবস্থার সনাক্ত করা গেলে নিরাময় সম্ভব ।ক্যান্সার কাউন্সিল অস্ট্রেলিয়া সুপারিশ করে যে ৫০-৭৪ বছর বয়সের অস্ট্রেলিয়ানরা প্রতি দুই বছর পরপর মলত্যাগের রক্ত পরীক্ষা (FOBT) সম্পন্ন করে।স্বাস্থ্য বিষয়ের এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন ডাক্তার আয়াজ চৌধুরীকে যিনি Epidemiology ,Gastroenterology , endoscopy এবং Inflammatory Bowel Disease (IBD).বিশেষজ্ঞ। ৩৪ বছর ধরে অস্ট্রেলিয়ায় মেডিসিন প্রাকটিস করছেন এবং তিনি গত ২৩ বছর যাবৎ Senior Consultant Gastroenterologist হিসাবে Sydney west Area Health Service এ কাজ করছেন। এছাড়াও তিনি বাংলাদেশ ফোরাম ফর কমিউনিটি এনগেজমেন্ট এর ফাউন্ডার মেম্বার এবং দীর্ঘ সময় ধরে ক্যান্সার কাউন্সিল অফ নিউ সাউথ ওয়েলস এর জন্য ফান্ড রেসিং করছেন। ডাক্তার আয়াজ চৌধুরীর সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও ক্লিপটিতে ক্লিক করুন।
Share