সিডনি এবং সাউথ ইস্টার্ন সিডনি লোকাল হেলথ ডিস্ট্রিক্টগুলোতে বৈচিত্রময় অভিবাসী ও শরণার্থী সম্প্রদায়ের লোকদেরকে স্বাস্থ্যসেবা লাভে সহায়তা করবেন নবনিযুক্ত কালচারাল সাপোর্ট ওয়ার্কাররা।
আরবী, বাংলা, ক্যান্টোনিজ, ফার্সি, গ্রিক, হিন্দি, ইন্দোনেশিয়ান, ইতালিয়ান, কোরিয়ান, ম্যাসিডোনিয়ান, ম্যান্ডারিন, মঙ্গোলিয়ান, নেপালি, রোহিঙ্গা, স্পেনিশ, টাগালগ, থাই, ভিয়েতনামিজ এবং উর্দু ভাষাভাষী প্রায় ৬০ জন কর্মীকে এই উদ্দেশ্যে নিয়োগ দেওয়া হয়েছে।
বাংলাভাষী সাংস্কৃতিক-সহায়তা-কর্মী কানিতা আহমেদের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
Qanita Ahmed. Source: SBS Bangla