শিক্ষার্থী ভিসায় অস্ট্রেলিয়ায় আসার সময় অনেক বড় স্বপ্ন নিয়ে এসেছিলেন নাজিজা ফাতেমী। “আমি অস্ট্রেলিয়ায় ২০১৬ সালে মুভ করেছিলাম”, “আমার অনেক বিগ ড্রিম ছিল”।
গ্রাজুয়েশন সম্পন্ন করার পর, পিআর হওয়ার আগ পর্যন্ত অস্ট্রেলিয়ায় কাজ খুঁজে পেতে কঠিন সংগ্রাম করতে হয়েছে বলেন তিনি।
“আমি অনেক চেষ্টা করার পরেও, ঠিক করে কাজ খুঁজতে পারি নাই।”
তিনি বলেন, সিডনিতে চার বছর সংগ্রাম করার পর তার পার্মানেন্ট রেসিডেন্সি (পিআর) মিলে।
এখানে এসে কঠোর বাস্তবতার মুখোমুখি হওয়াটা খুব কঠিন ছিল, বলেন নাজিজা।
“কালচারাল শকটা তো অনেক বেশি ছিল।”
অস্ট্রেলিয়ায় এসে নিজে নিজে রান্না করা ও ঘরের কাজ করার চ্যালেঞ্জ নিয়ে নাজিজা বলেন,
“আমি এমন একটা জায়গা থেকে আসি, এমন একটা দেশ থেকে আসি যেখানে ঘরে রান্না করা কিংবা দৈনন্দিন ঘরের কাজগুলো সাধারণত কমবয়সীরা করে না।”
নাজিজা প্রায় প্রতিদিনই বাংলাদেশে ফোনে কথা বলতেন বাবা-মায়ের সঙ্গে, যা অনেকের কাছে খুব অস্বাভাবিক মনে হতো।
মেলবোর্নে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির প্রশংসা করে নাজিজা বলেন, সেখানকার কয়েকজন আন্টি তার অনেক দেখাশোনা করেছেন।
“আমি একটা আন্টিকে ফোন দিতাম, একটু কাঁদতাম, জেনুইন কান্না ছিল। আমি অ্যাক্টিং করতাম না। বলতাম, আই মিস হোম।” পরদিন তারা খাবার নিয়ে আসতেন; তারা তাকে বাসায় নিয়ে খাওয়াতেন, বলেন নাজিজা।
বর্তমান অবস্থা সম্পর্কে অনেকটা মজা করেই তিনি বলেন, “এখন তো একটা জামাই আছে, এখন তো একটা শাশুড়ি আছে; দু’জনই বাঙালি, লাইক মাস্টারশেফ। বাসায় (তারা) খালি বাঙালি রান্না করতে থাকে।”
দ্বিতীয় প্রজন্মের বাংলাদেশী অস্ট্রেলিয়ান মুনাসিব হামিদ ও নাজিজা ফাতেমীর বাংলা-ইংরেজি মেশানো কথোপকথন শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
READ MORE
এসবিএস বাংলা ফেসবুক নীতিমালা
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।
৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS