এসবিএস ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কম্পিটিশন ২০১৯ এ অংশ নিচ্ছে মেলবোর্নের বাংলাভাষী শিক্ষার্থীরা

SBS National Languages Competition 2019

SBS National Languages Competition 2019. Source: SBS

এসবিএস ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কম্পিটিশন ২০১৯-এ যোগদানের জন্য সবাইকে একটি ভাষা শেখার আহ্বান জানাচ্ছে এসবিএস রেডিও। আপনিও জিতে নিতে পারেন একটি উইকলি অ্যাপল ওয়াচ কিংবা বড় কোনো পুরস্কার। ভিক্টোরিয়ান বাংলাদেশী কমিউনিটি ফাউন্ডেশনের ওয়েস্টার্ন রিজিওন বাংলা স্কুলের অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল তামান্না রুমিন জুলি কথা বলেছেন এসবিএস বাংলার সঙ্গে।


এসবিএস ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কম্পিটিশন ২০১৯-এ যোগদানের জন্য সবাইকে একটি ভাষা শেখার আহ্বান জানাচ্ছে এসবিএস রেডিও। আপনিও জিতে নিতে পারেন একটি উইকলি অ্যাপল ওয়াচ কিংবা বড় কোনো পুরস্কার। ভিজিট করুন: 

এই প্রতিযোগিতা শেষ হবে ২৭ সেপ্টেম্বর। এটি স্পন্সর করেছে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি।
ভিক্টোরিয়া বাংলা কমিউনিটি ফাউন্ডেশন স্কুলের অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল তামান্না রুমিন জুলি
ভিক্টোরিয়া বাংলা কমিউনিটি ফাউন্ডেশন স্কুলের অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল তামান্না রুমিন জুলি। Source: Supplied
ভিক্টোরিয়ান বাংলাদেশী কমিউনিটি ফাউন্ডেশনের ওয়েস্টার্ন রিজিওন বাংলা স্কুলের অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল তামান্না রুমিন জুলি বলেন, ২০১৬ সালে এসবিএস-এর প্রথম ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কম্পিটিশনে মেলবোর্ন থেকে সিনিয়র ক্যাটাগরিতে একজন বাংলাভাষী পুরস্কার পেয়েছিলেন।

এ বছরের প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্যও তারা সেখানকার বাংলাভাষী স্কুল-শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করছেন।
Victorian Bangladeshi Community Foundation School
Source: Supplied
তামান্না রুমিন জুলির সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share