লুনা রুশদীর সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
বাংলাদেশের সমকালীন সাহিত্যের ভাষারীতি: লেখিকা লুনা রুশদীর সাক্ষাৎকার
Source: Supplied
বাংলাদেশের সাহিত্য এবং চলচ্চিত্রে ভাষারীতি কেমন হওয়া উচিত, প্রমিত বা মান ভাষা নাকি আঞ্চলিক কথ্য রীতি -- এটা নিয়ে বেশ বিতর্ক আছে, সেই সাথে সমালোচনা আছে ভাষা বিকৃতিরও। কিন্তু এর পরেও অনেকেই কথ্য ভাষা ব্যবহার করছেন তাদের সাহিত্য, চলচ্চিত্র বা নাটকে। যারা লেখালেখির সাথে যুক্ত তারা এ নিয়ে কী ভাবছেন? এ বিষয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন মেলবোর্নে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত, অনুবাদক এবং লেখিকা লুনা রুশদী। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন শাহান আলম।
Share