অস্ট্রেলিয়ায় মেলবোর্নের পশ্চিমে ব্যাকাশ মার্শ এলাকায় গত পাঁচ বছর যাবৎ নিজেদের বাড়িতেই দূর্গা পূজার আয়োজন করছেন কৃষ্ণা চক্রবর্তীর পরিবার।
তিনি জানান, দুর্গাপূজার প্রতিমা ভারত থেকে আনা হয়েছে। এই পূজা পাঁচ দিন ধরে চলবে।
কৃষ্ণা চক্রবর্তী বলেন, " পুরোহিত বাংলাদেশ থেকে এসেছেন এবং তিথি , নক্ষত্র মেনেই সকলে এই পূজা পালন করছেন। "
পুরো সাক্ষাৎকারটি শুনতে ওপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন
আরো পড়ুন:
Durga Puja begins with great enthusiasm
অস্ট্রেলিয়ায় পালিত হচ্ছে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা