৩ নভেম্বর, বাংলাদেশে কলঙ্কময় জেলহত্যা দিবস

Bangladesh Prime Minister Sheikh Hasina arrives to attend The Queen's Dinner during The Commonwealth Heads of Government Meeting (CHOGM), at Buckingham Palace in London, Thursday, April 19, 2018. (Daniel Leal-Olivas/Pool Photo via AP)

Bangladesh Prime Minister Sheikh Hasina today paid rich tributes to Bangabandhu Sheikh Mujibur Rahman and four national leaders marking the the Jail Killing Day Source: AFP

বাঙালি জাতির ইতিহাসে একটি অন্যতম কলঙ্কময় অধ্যায় হলো জেল হত্যা দিবস। ১৯৭৫ সালের ৩ নভেম্বর নির্মমভাবে হত্যা করা হয় জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে। চার দশক আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাষ্ট্রের হেফাজতে সংঘটিত এই হত্যাকাণ্ডের দিনটি বাংলাদেশে স্মরণ করা হচ্ছে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে।


১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ৩ নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নির্জন প্রকোষ্ঠে চার জাতীয় নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়। এরা হলেন, বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামান।

প্রতিবেদনটি বাংলায় শুনতে  উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।

Follow SBS Bangla on .


Share