স্থানীয় রাজনীতিতে বাংলাদেশি অস্ট্রেলিয়ানদের অংশগ্রহণ খুব গুরুত্বপূর্ণঃ মোল্লা হক

Bangladesh Community

Mollah Haque Source: Supplied

‘প্রাসঙ্গিক ভাবনা’র আজকের বিষয়: অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে বাংলাদেশী অস্ট্রেলিয়ানদের অংশগ্রহণ কতোটা যুক্তিযুক্ত? অন্যদিকে, বাংলাদেশের রাজনীতি অস্ট্রেলিয়ায় করার উপযোগিতা কতোটুকু? এসব নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন মেলবোর্ন ইউনিভারসিটির রিসার্চ ফেলো এবং মেলবোর্ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোল্লা হক।


মোল্লা হকের মতে, অস্ট্রেলিয়ায় রাজনীতি করা সহজ। 

তিনি বলেন, বেশ কিছু উল্লেখসংখ্যক প্রবাসী বাংলাদেশি অস্ট্রেলিয়ার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন । 

" রাজনীতিতে আসার উদ্দেশ্য হওয়া উচিত জনস্বার্থে কাজ করা। " 

" আপনি যে দলের হয়ে কাজ করবেন সে দল সম্পর্কে ভাল পড়াশুনা করা উচিত।" 

মোল্লা হক মনে করেন আইন কানুন এবং নিয়ম মেনে বিদেশে বাংলাদেশের রাজনীতি করা সম্ভব।

মোল্লা হকের সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।


Share