এশিয়া প্যাসিফিক রিজিয়নের জন্য রিজিওনাল ইন্টারনেট রেজিস্ট্রি হিসেবে কাজ করছে এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (APNIC)। এশিয়া প্যাসিফিক কমিউনিটিগুলো যেন বৈশ্বিক, উন্মুক্ত, নির্ভরযোগ্য এবং নিরাপদ ইন্টারনেট সেবা ভোগ করতে পারে সেটা নিয়ে কাজ করছে এই সংস্থাটি। এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান। প্রাথমিকভাবে এরা আইপি অ্যাড্রেস এবং এএস নম্বর বিতরণ করে থাকে। এরই একটি সেমিনারে অংশ নিতে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় এসেছিলেন আইটি প্রফেশনের সঙ্গে যুক্ত একটি দল। ওই দলের কয়েকজনের সঙ্গে কথা হয় বাংলাদেশের আইটি ও এর ভবিষ্যৎ নিয়ে। সাক্ষাৎকারগুলো শুনতে উপরের লিংকটিতে ক্লিক করুন।
Bodruzaman Azad Source: SBS Bangla
বদরুজ্জামান আজাদ একজন আইটি বিশেষজ্ঞ এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। তথ্যপ্রযুক্তি খাতে তিনি বিশেষ অবদান রেখেছেন বাংলাদেশে।
Sabbir Ahmed Source: SBS Bangla
এক্সপোর্ট অনলাইন নামের একটি প্রতিষ্ঠানের কর্ণধার কাজী শোয়েব। বাংলাদেশে কর্পোরেট এবং হাউস হোল্ড পর্যায়ের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার তিনি।
Kazi Sohaib Source: SBS Bangla
সাব্বির আহমেদ বাংলাদেশের একটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠানের কর্ণধার ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ।
H R Sumon Source: SBS Bangla
এইচ আর সুমন বাংলাদেশে CDN টেকনোলজি নিয়ে কাজ করেন এবং এ বিষয়ে একজন বিশেষজ্ঞ। এ ছাড়াও তিনি একজন মিডিয়া ব্যক্তিত্ব ও জাগো বিডি ডট কম এর সিইও। জাগো বিডি ডট কম একটি ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম। এর মাধ্যমে এই প্রতিষ্ঠানটি বাংলাদেশসহ বিশ্বের প্রায় সব প্রান্তে টেলিভিশন নেটওয়ার্ক ছড়িয়ে দিয়েছে। বাংলাদেশের বাইরে এই নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো-সহ অন্যান্য টেলিভিশন দেখা যায়।