শুনুন আমাদের পডকাস্ট ‘কালারস অব ক্রিকেট’

Podcast_WebsiteHeader_ColoursOfCricket_1x1_NOTITLE_1800x1013 A.jpg

‘কালারস অব ক্রিকেট’ পডকাস্ট


অস্ট্রেলিয়ায় বসবাসরত বৈচিত্র্যময় দক্ষিণ এশীয় সম্প্রদায়ের মানুষেরা একটি ব্যাপারে নিজেদের মধ্যে ঐক্য বোধ করে, সেটি হচ্ছে ক্রিকেটের প্রতি ভালবাসা।

‘কালারস অব ক্রিকেট’ হচ্ছে একটি নতুন এসবিএস পডকাস্ট, এটি শোনাবে দক্ষিণ এশীয় অভিবাসীরা কী করে অস্ট্রেলিয়ার ক্রিকেটের চেহারা প্রতিনিয়ত বদলে দিচ্ছে।

পডকাস্টের আটটি পর্ব জুড়ে আপনারা শুনতে পাবেন উসমান খাজা, কপিল দেব, সুনীল গাভাস্কার, তিলকরত্নে দিলশান এবং লিসা স্ট্যালেকারের মতো আন্তর্জাতিক তারকাদের পাশাপাশি প্রখ্যাত ধারাভাষ্যকার, ক্রীড়া বিষয়ক ইতিহাসবিদ, ভক্ত ও বিভিন্ন সম্প্রদায়ের খেলোয়াড়দের কথা।

শুনতে পাবেন নতুন অভিবাসীদের অস্ট্রেলিয়াকে আপন করে নিতে ক্রিকেট কীভাবে সাহায্য করছে, কীভাবে এটি সামাজিক নানা প্রতিবন্ধকতা ভেঙে দিচ্ছে, উপমহাদেশের খেলোয়াড়রা কীভাবে ক্লাব ক্রিকেটকে বাঁচিয়ে রাখছে। আরও শুনবেন, ভারতীয় উপমহাদেশের খেলোয়াড়দের এ দেশের বড় লীগগুলোয় প্রতিনিধিত্ব কেন এত কম।

‘কালারস অব ক্রিকেট’ দক্ষিণ এশীয় ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামগুলোর আয়োজনে একটি সমন্বিত প্রকল্প।

প্রোগ্রামগুলো হচ্ছে: এসবিএস বাংলা, এসবিএস গুজরাটি, এসবিএস হিন্দি, এসবিএস মালায়ালাম, এসবিএস নেপালি, এসবিএস পাঞ্জাবি, এসবিএস সিংহলা, এসবিএস তামিল এবং এসবিএস উর্দু।

এই পডকাস্ট সিরিজটি উপস্থাপনা করছেন প্রীতি জাব্বাল এবং কুলাসেগারাম সানচায়ান।

কালারস অব ক্রিকেটের প্রথম পর্বটি প্রচারিত হবে আগামী ১৫ আগস্ট, তারপর থেকে প্রতি সপ্তাহে আসবে পরের পর্বগুলো। এর ট্রেলার শুনুন উপরের অডিও লিংক থেকে।

ফলো করুন , এসবিএস রেডিও অ্যাপে বা আপনার প্রিয় যে কোনো পডকাস্ট অ্যাপে।

Share