বাংলাদেশের স্বাধীনতা দিবস: “৫২ বছরে আমাদের অনেক অর্জন রয়েছে”

BANGLADESH INDEPENDENCE DAY

Bangladeshi schoolgirls, faces painted with colors of the national flag, sing a song as they pay tributes to martyrs of the liberation war at the national memorial in Saver, on the outskirts of Dhaka, Bangladesh, Monday, March 26, 2007. Millions of Bangladeshis celebrated their 36th anniversary of independence from Pakistan amid tight security on Monday with parades, concerts and sports events. (AP Photo/Pavel Rahman) Source: AAP / PAVEL RAHMAN/AP

২৬ মার্চ, বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার, সাবেক রাষ্ট্রদূত ও সচিব এ কে এম আতিকুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযুষ বন্দ্যোপাধ্যায় এবং ব্যাংকার ও অ্যান্টি মানি লন্ডারিং স্পেশালিস্ট নিরঞ্জন রায়।


প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share