আন্তর্জাতিক শিক্ষার্থীদের কোভিড-১৯ এর এই চরম দুঃসময়ে ইউনিভার্সিটিগুলো কি সহায়তা দিচ্ছে ?

International students

Source: Getty Images

অস্ট্রেলিয়ায় কোভিড-১৯ এর প্রাদুর্ভাব যাতে মহামারি আকারে ছড়িয়ে না পরে সে জন্য সরকার অনেক গুলো সতর্কতা মূলক পদক্ষেপ নিয়েছে এর মধ্যে একটি হলো শিক্ষাপ্রতিষ্ঠান গুলো বন্ধ ও নিয়ন্ত্রনে আনা। এর ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীরা বেশ অসুবিধার সম্মুখীন হয়েছেন। তাদের অনেকের চাকুরী নাই তারা দেশ থেকে টাকা আনতে সমস্যার মধ্যে পড়ছেন। এমন কি ট্রাভেল রেস্ট্রিকশনের কারণে দেশে ফিরে যেতে পারছেন না। এখানে থেকেও সরকারি কোনো অনুদান কিংবা সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন। আন্তর্জাতিক শিক্ষা অস্ট্রেলিয়ার তৃতীয় বৃহত্তম রফতানি মুখী শিল্প , প্রতি বছর প্রায় ৪০ বিলিয়ন ডলার অর্থনীতিতে যোগান দেয়। আন্তর্জাতিক শিক্ষার্থীদের এই চরম দুঃসময়ে বেশ কিছু ইউনিভার্সিটি ও শিক্ষা প্রতিষ্ঠান তাদের পাশে দাঁড়িয়েছে। এইসব কিছু নিয়ে এস বি এস বাংলার সঙ্গে কথা বলেছেন তানভীর শাহেদ যিনি Associate Director Global Engagement and Business Development ম্যাকুয়ারি ইউনিভার্সিটি। তানভীর শাহেদ এর সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন


Tanveer Shaheed, Associate Director, Global Engagement and Business Development, Macquarie University.
Tanveer Shaheed, Associate Director, Global Engagement and Business Development, Macquarie University. Source: Supplied

Share