মেলবোর্নের বাংলাদেশি কমিউনিটিতে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে চিকিৎসকদের উদ্যোগ

Bangladeshi community

Migrants have less health awareness Source: Image: Supplied

মেলবোর্নের বাংলাদেশি কমিউনিটিতে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষে ভিক্টোরিয়ান বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশন একটি 'হেলথ এওয়ারনেস সেশনের' আয়োজন করতে যাচ্ছে। এটি অনুষ্ঠিত হবে রোববার, ২৮ জুলাই হপারস ক্রসিঙের দা গ্র্যাঞ্জ স্কুলে । এই সেশনে কিছু সাধারণ জনস্বাস্থ্য বিষয়ক ইস্যু সম্পর্কে কমিউনিটির সদস্যদের অবহিত করা হবে । এই কর্মসূচির কোঅরডিনেটর এবং পাবলিক হেলথ স্পেশালিষ্ট ডঃ মুহাম্মাদ আজিজ রহমান এসবিএস বাংলাকে জানাচ্ছেন এই সেশন সম্পর্কে।


 

ডঃ আজিজ মনে করেন, মানুষ তাদের স্বাস্থ্যেকে অগ্রাধিকার দেন না যতক্ষণ না তারা অসুস্থ হন।

জনস্বাস্থ্যের পরিপ্রেক্ষিত থেকে তিনি বলেন, অনেক অসুখই প্রতিরোধ করা সম্ভব যদি আমরা সচেতন হই এবং এই প্রোগ্রামে সেই বিষয়গুলোই তুলে ধরা হবে। 

তিনি জানান, চিকিৎসক এবং স্পেশালিষ্টরা কমিউনিটির সদস্যদের জনস্বাস্থ্যকে প্রভাবিত করে এমন কিছু স্বভাবজাত ইস্যু সম্পর্কে অবহিত করবেন।
Bangladeshi community
Dr. Aziz Rahman is a public health specialist Source: Supplied
ডঃ আজিজ মনে করেন, বাংলাদেশিসহ অন্যান্য অভিবাসীদের স্বাস্থ্য ঝুঁকি অস্ট্রেলিয়ায় জন্মলাভ করা নাগরিকদের চেয়ে বেশি। এর কারন হিসেবে তিনি স্বাস্থ্য বিষয়ে কম সচেতনতাকে চিহ্নিত করেন যা আসলে একটি সামাজিক এবং সাংস্কৃতিক বিষয়।  

ডঃ আজিজ যিনি নিজে একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং তার সহকর্মী চিকিৎসকগণ যারা এই অনুষ্ঠানে বক্তব্য দেবেন তারা স্বাস্থ্য ঝুঁকি, বিহেভিয়ারাল প্যাটার্ন এবং স্বাস্থ্য সচেতনতার সাংস্কৃতিক প্রেক্ষিত তুলে ধরবেন যাতে শুধু বাংলাদেশি কমিউনিটিই নয়, বৃহৎ পরিসরে অস্ট্রেলিয়ান সমাজও যেন উপকৃত হয়।  


Share