পেনশনারদের জন্য ইনকাম টেস্টে পরিবর্তন এনেছে ফেডারাল সরকার

Money is taken out of a purse

The federal government announced it would cut deeming rates used to estimate how much some pensioners earn on their financial investments. Source: AAP Image/Alan Porritt

পেনশনারদের জন্য ইনকাম টেস্টে পরিবর্তন এনেছে ফেডারাল সরকার। এতে প্রায় এক মিলিয়ন অস্ট্রেলিয়ান প্রতিবছর ৮০০ ডলার করে পাবেন বলে মনে করা হচ্ছে। কিন্তু, সমর্থকরা বলছেন যে, এই অতি প্রয়োজনীয় পদক্ষেপটির ব্যাপারে তাদের প্রত্যাশা পূরণ হয় নি।


ফেডারেল সরকার ২০১৫ সালের পর প্রথমবারের মত পেনশনারদের জন্য ডিমিং রেট কমাবে বলে ঘোষণা দিয়েছে।

একজন পেনশনার তাদের আর্থিক বিনিয়োগে কতটা উপার্জন করেন তা নির্ধারণ করতে ডিমিং রেট ব্যবহার করা হয়। তাছাড়া এই রেট দ্বারা নির্ধারিত হয় একজন পেনশনার দু’ সপ্তাহ পর পর কতটাকা পেনশন পাবেন।

ধারণা করা হয় পেনশনারদের বিনিয়োগকৃত উপার্জনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সুদের হার থাকে, এখানে তারা আসলেই কত উপার্জন করলেন তা বিবেচ্য নয়। 

সোশ্যাল সার্ভিসেস মিনিস্টার অ্যান রুষ্টন ব্যাখ্যা করেন যে এই পরিবর্তনগুলি কী অর্থ বহন করে।

সম্প্রতি রিজার্ভ ব্যাংক ক্যাশ রেট এক শতাংশ কমানোর পরই এ বিষয়ে সরকার তৎপর হয়।

মিস রুষ্টন বলেন যে সেপ্টেম্বর থেকে ডিমিং রেট কমানো কার্যকর হবে, তবে ১ জুলাই থেকে এটি ব্যাকডেট করা হবে।

তবে এই পরিবর্তনের প্রভাব পরবে এজেড পেনশন, ডিস্যাবিলিটি সাপোর্ট পেনশন, ক্যায়ারার পেমেন্ট, প্যারেন্টিং পেমেন্ট, এবং নিউস্টার্ট  পেমেন্টে।

মিস রুষ্টন বলছেন, যদিও আগামী চার বছরে এই কার্যক্রমে ৬০০ মিলিয়ন ডলার খরচ হবে বলে আশা করা হচ্ছে, তবে এটি এই বছরের বাজেটে প্রভাব ফেলবে না।

তবে লেবারের সোশ্যাল অ্যাফেয়ার্স মুখপাত্র লিন্ডা বার্নি বলেছেন যে পরিবর্তনগুলি "খুব কম এবং খুব বেশি দেরি হয়ে গেছে"।

একই কথা বলেন ন্যাশনাল সিনিয়র্স অস্ট্রেলিয়ার চিফ এডভোকেট আয়ান হেনশ কী।

তিনি বলেন পেনশনাররা কত আয় করবেন তা সরকার নির্ধারণ করে দিতে পারে না।

এদিকে গ্রিন্স বলছে আগামী সপ্তাহে যখন পার্লামেন্ট অধিবেশন বসবে তখন তারা বিষয়টি সিনেট ইনকোয়ারিতে পাঠাবে, যদিও সরকার বিষয়টি খারিজ করেছে।

প্রতিবেদনটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .


Share