অস্ট্রেলিয়াতে করোনাভাইরাসের প্রকোপ কিছুটা কমেছে। মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। শিথিল হতে যাচ্ছে বিধি-নিষেধ। তবে, সবকিছু একদিনের মধ্যে ঠিক হয়ে যাবে না, সময় লাগবে। অর্থনীতির চাকা ঘুরতে সময় লাগবে, কিন্তু কতো দিন তা এখনও কেউ বলতে পারছে না। অস্ট্রেলিয়ার আয়ের অন্যতম একটি উৎস হচ্ছে আন্তর্জাতিক শিক্ষা খাত। সাম্প্রতিক করোনাভাইরাসের এই বৈশ্বিক মহামারীর নিষেধাজ্ঞার কারণে চাকরি হারিয়েছেন অনেক শিক্ষার্থী। তাদের আর্থিক সঙ্কট ক্রমশই প্রকট হচ্ছে। কেমন আছেন সে-সব আন্তর্জাতিক শিক্ষার্থীরা? এসবিএস বাংলার সঙ্গে এ নিয়ে কথা বলেছেন মাসুদ আল শামস, তিনি অ্যাডভান্সড ডিপ্লোমা করছেন একটি প্রাইভেট কলেজে। এছাড়াও অনেক আন্তর্জাতিক শিক্ষার্থী তাদের স্বামী বা স্ত্রীকে নিয়ে বাস করছেন। এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন মাস্টার্স শিক্ষার্থী আতিকুর রহমানের স্ত্রী আজমেরি আফরিন। সাক্ষাৎকার দুটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।