গ্রহ নক্ষত্র নিয়ে অনেকের কৌতূহল রয়েছে বা থাকে। ছোটকালে আমরা এ নিয়ে তেমন ভাবি না। শুধু গল্প শুনি। আজ আমরা এমন একজনকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। যিনি সেই ছোটবেলা থেকে তার ইচ্ছা ছিল স্বপ্ন ছিল নভোচারীদের সাথে কথা বলার। নিজস্ব উদ্ভাবিত বেতার যন্ত্র দিয়ে তিনি কথা বলেছেন নাসার নভোচারীদের সাথে। পেশায় একজন প্রকৌশলী বেলায়েত রবিন। তবে প্রকৌশলী হওয়ার আগে তার আবিষ্কার করা বেতার যন্ত্র দিয়ে কথা বলেছেন নভোচারীদের সাথে। সম্ভবত তিনি বাংলাদেশের সে সময়ে প্রথম যিনি এমেচার বেতার তরঙ্গ দিয়ে নভোচারীদের সাথে কথা বলেছেন। অস্ট্রেলিয়া প্রবাসী হওয়ার পর তিনি এখনো তার সেই ছোটবেলার নেশা লালন করছেন আশা করছেন তিনি আবার কোনো নভোযানের নভোচারীর সাথে যোগাযোগ করতে পারবেন। প্রকৌশলী বেলায়েত রবিনের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
Belayet Robin Source: Belayet Robin
Astronaut Commander Bill Mc Arthur Source: Belayet Robin