অস্ট্রেলিয়াতে বাংলাদেশী ডাক্তাররা সুনামের সাথে প্রাকটিস করছেন - ডাক্তার আয়াজ চৌধুরী

A GP takes a woman's blood pressure

A GP takes a woman's blood pressure Source: Getty

করোনাভাইরাসের এই বৈশ্বিক মহামারীর সময়ে অস্ট্রেলিয়ায় পেশাজীবী হিসাবে কাজ করছেন বাংলাদেশী অস্ট্রেলিয়ান জিপি, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। কেমন ভূমিকা রাখছেন , কাজের ক্ষেত্রে কী রকম চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন তারা? এখানের মূলধারার চিকিৎসা পেশায় বাংলাদেশিদের পদচারণা খুব বেশি দিনের নয়। তারপরও সুনামের সাথে কাজ করছেন তারা। ওই সব চিকৎসকদের এক অংশের একটি সংগঠন ,ফেডারেশন অফ বাংলাদেশ মেডিকেল সোসাইটিজ অফ অস্ট্রেলিয়ার এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট, কনসালট্যান্ট গ্যাস্ট্রো-অ্যান্টোলজিস্ট ডাক্তার আয়াজ চৌধুরী, MBBS FRACP D.Epid. ডাক্তার আয়াজ অস্ট্রেলিয়ায় বাংলাদেশী বিশেষজ্ঞ চিকিৎসকদের একজন। দীঘদিন এই প্রবাসে তার বসবাস। চিকিৎসা সেবা ছাড়াও তিনি জড়িত রয়েছেন বিভিন্ন সামাজিক কর্মকান্ডে।এসবিএস বাংলার সাথে কথা বলেছেন ডাক্তার আয়াজ চৌধুরী। ডাক্তার আয়াজ চৌধুরীর সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।


Dr.Ayaz Chowdhury
Dr.Ayaz Chowdhury,MBBS FRACP D.Epid Source: Ayaz Chowdhury

Share