সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে আক্রমণ তথা রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই অনেকটা চুপিসারে অস্ট্রেলিয়ান ডলার ও বন্ডের মূল্য বেড়ে চলেছে। কিন্তু এর পেছনে কি বিষয় কাজ করছে, এ নিয়ে আমরা কথা বলেছি পার্থের এডিথ কাওয়ান ইউনিভার্সিটির ফিনান্স এন্ড একাউন্টিং বিভাগের লেকচারার ডঃ তন্ময় চৌধুরীর সাথে।
হাইলাইটস
- শুধু মার্কিন ডলারই নয়, বিশ্বের সব প্রভাবশালী মুদ্রার বিপরীতে মূল্যবৃদ্ধিতে অস্ট্রেলিয়ান ডলার এগিয়ে গেছে, ভবিষ্যতেও এই ধারা বজায় থাকার সম্ভাবনা।
- এই বৃদ্ধির মূল কারণ অস্ট্রেলিয়ান অর্থনীতি অত্যন্ত ইতিবাচক ধারায় রয়েছে।
- করোনাভাইরাস নিয়ন্ত্রণে বর্ডারে কড়াকড়ি এবং ব্যাপক পর্যায়ে প্রণোদনা প্যাকেজ বিতরণ প্রধান দুটি কারণ অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে।
Dr Tonmoy Choudhury, Lecturer, School of Business and Law, Edith Cowan University Source: Dr Tonmoy Choudhury
তিনি বলেন, ডলারের মূল্যবৃদ্ধি আপাতদৃষ্টিতে রপ্তানি ক্ষতিগ্রস্তপ হলেও দীর্ঘমেয়াদে তা ভালো হবে, তাছাড়া আমদানি খরচও কমবে।
ডঃ তন্ময় চৌধুরীর পুরো সাক্ষাৎকারটি শুনতে ওপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
আরো দেখুনঃ