জাতিসংঘের গ্লোবাল কম্প্যাক্ট ফর মাইগ্রেশন চুক্তিতে স্বাক্ষর করবে না অস্ট্রেলিয়া

اسکات موریسون نخست وزیر استرالیا

Source: AAP

বিভিন্ন দেশের মাঝে নিরাপদে অভিবাসন নিশ্চিত করার জন্য জাতিসংঘের গ্লোবাল কম্প্যাক্ট ফর মাইগ্রেশন চুক্তিতে স্বাক্ষর করবে না অস্ট্রেলিয়া। ফেডারাল সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। ডিসেম্বর মাসে মরোক্কতে এ নিয়ে একটি কনফারেন্স অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে এই চুক্তি স্বাক্ষরিত হবে। প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, জাতিসংঘের এই চুক্তিতে স্বাক্ষর করা হলে অস্ট্রেলিয়ার স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। তবে অভিযোগ উঠছে, স্কট মরিসন বৈশ্বিক একটি সমস্যাকে পাশ কাটিয়ে যাচ্ছেন।


বৈশ্বিকভাবে নিরাপদ, সুশৃঙ্খল এবং নিয়মিত অভিবাসন সুনিশ্চিত করতে চায় জাতিসংঘের গ্লোবাল কম্প্যাক্ট ফর মাইগ্রেশন।
তবে এই চুক্তিতে স্বাক্ষর করতে রাজি হয় নি মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, অস্ট্রিয়া এবং হাঙ্গেরি। এখন অস্ট্রেলিয়াও এতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছে।
প্রধানমন্ত্রী স্কট মরিসন 2GB রেডিওকে বলেন, এটি একটি অন্তঃসারশূন্য পরিকল্পনা, যা অস্ট্রেলিয়ার স্বার্থের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে।
প্রতিবেদনটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .








Share