Dr. Mita Bhattacharya Source: Supplied
অস্ট্রেলিয়াকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ব্যবসার পরিধি বাড়াতে হবে: ডক্টর মিতা ভট্টাচারিয়া
Source: Getty image
কোভিড-১৯ এর মহামারীর কারণে থমকে গেছে পুরো বিশ্ব। ব্যবসা-বাণিজ্যে এসেছে স্থবিরতা। বন্ধ হয়েছে সীমান্ত। আমদানি-রফতানি বাণিজ্যে ভাটা পড়েছে। অস্ট্রেলিয়ার অর্থনীতি একটা মন্দা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এশিয়া একটি দেশের সাথে মৌন বাণিজ্যিক বিরোধ চলছে অস্ট্রেলিয়ার। এর পরিপ্রেক্ষিতে বিশ্বের যে গুটি কয়েক দেশের সাথে অস্ট্রেলিয়ার মূল ব্যবসা সেগুলোর প্রসার ঘটানো বা নতুন বাজার খুঁজে পাওয়ার প্রয়োজনীয়তা আছে কিনা। ভবিষ্যতে অস্ট্রেলিয়া কি তার অর্থনীতিতে পুনরায় চাঙ্গা করতে পারবে যদি আন্তর্জাতিক বাজারে মন্দা ভাব থাকে। ভারত কিংবা বাংলাদেশের সাথে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ কত টুকু। এ সব কিছু নিয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন ডক্টর মিতা ভট্টাচারিয়া, সিনিয়র লেকচারার, ডিপার্টমেন্ট অফ ইকোনোমিক্স, মোনাশ ইউনিভার্সিটি। ডক্টর মিতা ভট্টাচারিয়ার সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিঙ্কটিতে ক্লিক করুন।
Share