বাণিজ্য যুদ্ধে অস্ট্রেলিয়া কোনোভাবে জয়ী হতে পারবে না : ডক্টর আবু জাফর শাহরিয়ার

People walk past the Reserve Bank of Australia sign in Sydney

储备银行认为,即使澳大利亚房价下跌40%也属于“合理可控”,银行业的抗压能力足以支撑。 Source: Getty

প্রায় ৩০ বছরের মধ্যে অস্ট্রেলিয়ার এই প্রথম অর্থনৈতিক মন্দাভাব পরিলক্ষিত হচ্ছে।এবং সরকার তা শিকার করে নিয়েছে।কভিড -১৯ এর সংক্রমণের হার কমতে থাকায় অস্ট্রেলিয়া ধীরে ধীরে স্বাভাবিকতায় ফিরছে, প্রায় এক দশকে এই প্রথমবারের মতো অর্থনীতিক অবস্থা খারাপ হয়েছে।এই পরিস্থিতিতে অর্থনৈতিক অবস্থা কি দাঁড়াতে পারে এ নিয়ে এস বি এস বাংলার সঙ্গে কথা বলেছেন ডক্টর আবু জাফর শাহরিয়ার কে। তিনি সিনিয়র লেকচারার ব্যাঙ্কিং এন্ড ফিন্যান্স ,মোনাশ ইউনিভার্সিটি। ডক্টর আবু জাফর শাহরিয়ার সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।


Dr. Abu Zafar Shahriar
Dr. Abu Zafar Shahriar Source: Supplied

Share