২১ ফেব্রুয়ারি শুরু হচ্ছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

আর তিন দিন পরেই মাঠে বল গড়াতে যাচ্ছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। এই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২১ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চলবে টুর্নামেন্ট। বিশ্ব নারী দিবসকে উপলক্ষ করে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ৮ মার্চ বিশ্ব নারী দিবসে এই আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

T20 Women Team

The captains of the 10 teams competing in the upcoming ICC Women's T20 World Cup 2020 came together at Taronga Zoo in Sydney on Monday Source: Jack Clark (Cricket Australia)

শুক্রবার থেকে শুরু হতে যাওয়া নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি উন্মোচন ও অধিনায়কদের ফটোসেশন অনুষ্ঠিত হলো গতকাল সোমবার। এই ফটোসেশনে অংশ নিয়েছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও থাইল্যান্ড এর অধিনায়করা। দুই গ্রুপে ভাগ হয়ে দশটি দল অংশ নিবে এবারের আসরে।

এবারের বিশ্বকাপে ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ভারত, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। অন্যদিকে বি গ্রুপে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও থাইল্যান্ড। দুই গ্রুপের সেরা চারটি দল সেমিফাইনাল খেলবে।

স্বাগতিক ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এই শুক্রবার ২১ ফেব্রুয়ারি সিডনি শো-গ্রাউন্ড স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে ভারতকে মোকাবেলা করবে। উদ্বোধনী অনুষ্ঠানে অস্ট্রেলিয়ান সঙ্গীত তারকারা সন্ধ্যা ৬ টা থেকে ম্যাচ-পূর্বের উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকদের জন্য সঙ্গীত পরিবেশন করবেন। সন্ধ্যা ৭ টায় শুরু হবে প্রথম ম্যাচটি।

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২০ তে অংশ নেওয়া ১০ টি দলের অধিনায়করা সোমবার সিডনির টরোঙ্গা জু’তে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে একত্রিত হয়েছিলেন। তারা কোয়ালা এবং ওয়ালাবি-সহ অস্ট্রেলিয়ান প্রাণীগুলির সাথে ঘনিষ্ঠ কিছু সময় কাটিয়েছেন। অধিনায়কদের মধ্যে ছিলেন ম্যাগ ল্যানিং (অস্ট্রেলিয়া), সালমা খাতুন (বাংলাদেশ), হিদার নাইট (ইংল্যান্ড), হার্মানপ্রিত কৌর (ইনডিয়া), সোফি ডিভাইন (নিউ জিল্যান্ড), বিসমাহ মারূফ (পাকিস্তান), চামারি আতাপাত্তু (শ্রী লঙ্কা), ড্যান ভ্যান নিকার্ক (দক্ষিণ আফ্রিকা), সন-নারিন টিপোক (থাইল্যান্ড) এবং স্টেফানি টেইলর (ওয়েস্ট ইন্ডিজ)। গ্লোবাল ক্রিকেট তারকারা অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী অস্ট্রেলিয়ান বুশ ক্যাপ পরে গ্রুপ ছবি তোলেন।

ক্রিকেটের এই মেগা ইভেন্টে আশাবাদী বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশ নারী দলের অধিনায়ক সালমা খাতুন বলেন,

“আমরা একটা দুর্দান্ত শুরুর অপেক্ষায় আছি। এশিয়া কাপ অনেক বড় একটি অভিজ্ঞতা। এখন আমাদের নজর শুধু বিশ্বকাপে। আমরা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের দিকে এখন ফোকাস করতে চাই। আমাদের অনূর্ধ্ব ১৯ দল বিশ্বকাপ জিতেছে, এটা থেকে প্রেরণা নিয়ে আমরা সামনের দিকে এগুতে চাই।”

২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ভালো করেছে বাংলাদেশের পুরুষ দল। এরপর অনূর্ধ্ব-১৯ দল জিতছে বিশ্বকাপ। গতকাল সোমবারের সংবাদ সম্মেলনে বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমাকে প্রশ্ন করা হয় তাদের পক্ষে কি কোন ধরনের ইতিহাস গড়া সম্ভব? উত্তর দিতে গিয়েই অনূর্ধ্ব-১৯ দলের প্রসঙ্গ টেনে সালমা বলেন ‘হ্যাঁ, অবশ্যই। আমাদের অনূর্ধ্ব-১৯ দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। আমরা ওদের কাছ থেকেই অনুপ্রেরণা নিচ্ছি। আমরা তাকিয়ে আছি ভালো একটা শুরুর জন্য।’

বাংলাদেশের নারীরা বর্তমান এশিয়া কাপ চ্যাম্পিয়ন। এশিয়া কাপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার স্মৃতি নিয়ে বিশ্বকাপ খেলতে এসেছেন সালমা খাতুনরা। ক্রিকেটের এই মেগা ইভেন্টে আশাবাদী বাংলাদেশের নারীদল। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ভারত, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। ২৪ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে প্রথম মাঠে নামবে বাংলাদেশ নারী ক্রিকেটাররা। ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়ার। ২৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ২ মার্চ চতুর্থ ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে সালমা বাহিনী। দুই গ্রুপের শীর্ষ চারদল সেমিফাইনাল খেলবে।

টি- টোয়েন্টি নারী বিশ্বকাপের সময়সূচি ও স্থান

২১ ফেব্রুয়ারি: অস্ট্রেলিয়া বনাম ভারত (Sydney Showground, Sydney)

২২ ফেব্রুয়ারি: ওয়েস্ট ইন্ডিজ বনাম থাইল্যান্ড (WACA, Perth)

নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা (WACA, Perth)

২৩ ফেব্রুয়ারি: ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা (WACA, Perth)

২৪ ফেব্রুয়ারি: অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা (WACA, Perth)

ভারত বনাম বাংলাদেশ (WACA, Perth)

২৬ ফেব্রুয়ারি: ইংল্যান্ড বনাম থাইল্যান্ড (Manuka Oval, Canberra)

ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান (Manuka Oval, Canberra)

২৭ ফেব্রুয়ারি: ভারত বনাম নিউজিল্যান্ড (Junction Oval, Melbourne)

অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ (Manuka Oval, Canberra)

২৮ ফেব্রুয়ারি: দক্ষিণ আফ্রিকা বনাম থাইল্যান্ড (Manuka Oval, Canberra)

ইংল্যান্ড বনাম পাকিস্তান (Manuka Oval, Canberra)

২৯ ফেব্রুয়ারি: নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ (Junction Oval, Melbourne)

ভারত বনাম শ্রীলঙ্কা (Junction Oval, Melbourne)

১ মার্চ: দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান (Sydney Showground, Sydney)

ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ (Sydney Showground, Sydney)

২ মার্চ: শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ (Junction Oval, Melbourne)

অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড (Junction Oval, Melbourne)

৩ মার্চ : পাকিস্তান বনাম থাইল্যান্ড (Sydney Showground, Sydney )

ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা (Sydney Showground, Sydney)

৫ মার্চ: প্রথম সেমিফাইনাল (Sydney Cricket Ground, Sydney)

দ্বিতীয় সেমিফাইনাল (Sydney Cricket Ground, Sydney)

৮ মার্চ: ফাইনাল (Melbourne Cricket Ground, Melbourne)

 

 

 


Share
Published 18 February 2020 11:04am
Updated 18 February 2020 11:26am
By Abu Arefin
Presented by Abu Arefin

Share this with family and friends