‘বার্থ ট্যুরিজম’ নিয়ন্ত্রণে গর্ভবতীদের ভিসা প্রদানে কঠোরতা আরোপ করছে যুক্তরাষ্ট্র

গর্ভবতী নারীদের জন্য টুরিস্ট ভিসা নিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণ করা আরও কঠিন হতে যাচ্ছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এ রকম ভ্রমণ ঠেকাতে নতুন কিছু নিয়ম চালু করেছে।

A US flag is waved during an immigration rally outside the White House, in Washington, Sept. 2017

A US flag is waved during an immigration rally outside the White House, in Washington, Sept. 2017 Source: AP

মার্কিন যুক্তরাষ্ট্র গত বৃহস্পতিবার বলেছে, তথাকথিত ‘বার্থ ট্যুরিজম’ (জন্ম দেওয়ার উদ্দেশ্যে ভ্রমণ)-এর জন্য যারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চায়, সেসব গর্ভবতী নারীদেরকে তারা আর অস্থায়ী ভ্রমণ ভিসা প্রদান করবে না।

এই আইনটি গত শুক্রবার থেকে কার্যকর হয়। বৃহস্পতিবার এটি ঘোষণা করার সময় হোয়াইট হাউজ থেকে বলা হয়েছে, বিভিন্ন ভিসা ব্যবহার করে বিদেশীরা ‘আমেরিকার মাটিতে জন্ম দেওয়ার মাধ্যমে তাদের শিশুদের জন্য স্বয়ংক্রিয় এবং স্থায়ীভাবে আমেরিকার নাগরিকত্ব নিশ্চিত’ করছে।

একটি বার্তায় বলা হয়, “আমেরিকান নাগরিকত্বের বিশুদ্ধতা অবশ্যই রক্ষা করতে হবে।”

এই প্রবণতাটিকে “একটি জাজ্বল্যমান ইমিগ্রেশন লুপহোল” বলে অভিহিত করে হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়, জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার কারণে এবং অভিবাসন নিয়ন্ত্রণ করার জন্য “বার্থ ট্যুরিজম” বন্ধ করার দরকার ছিল।
“ফেডারাল প্রসিকিউশনে যে রকম দেখা যায়, বার্থ ট্যুরিজম ইন্ডাস্ট্রির জন্য হুমকির মুখে পড়ছে হাসপাতাল-সেবা ব্যবস্থা এবং অপরাধমূলক তৎপরতাও বৃদ্ধি পেয়েছে।”

যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম-নেওয়া যে-কারও জন্য স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব লাভের নিশ্চয়তা দেয় যুক্তরাষ্ট্রের সংবিধান।

অভিবাসন সীমাবদ্ধ করার বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন। ইতোপূর্বে তিনি জন্ম-সূত্রে নাগরিকত্ব লাভের অধিকার বিলুপ্ত করার হুমকিও দিয়েছেন।


Share
Published 27 January 2020 3:12pm
Updated 27 January 2020 3:16pm
Presented by Sikder Taher Ahmad
Source: AFP, SBS


Share this with family and friends