এ বছরের শেষ নাগাদ বিশ্বের জনসংখ্যা ৭.৭৫ বিলিয়নে দাঁড়াবে

জার্মানির ফাউন্ডেশন ফর ওয়ার্ল্ড পপুলেশনের সমীক্ষা অনুসারে বিশ্বের জনসংখ্যা এ বছরের শেষ নাগাদ ৭.৭৫ বিলিয়নে উপনীত হবে।

The world's population has increased by 83 million people in 2019.

The world's population has increased by 83 million people in 2019. Source: Moment RF

নববর্ষের প্রাক্কালে বিশ্বের জনসংখ্যা ৭.৭৫ বিলিয়নে উপনীত হবে। জার্মানির ফাউন্ডেশন ফর ওয়ার্ল্ড পপুলেশন (ডিএসডব্লিউ) এ কথা বলেছে।

এই সংখ্যা গত বছরের তুলনায় ৮৩ মিলিয়ন বেশি। গত শুক্রবার ডিএসডব্লিউ এই ঘোষণা করে। জনসংখ্যার এই বৃদ্ধি জার্মানির বর্তমান জনসংখ্যার প্রায় সমান।
ডিএসডব্লিউ মতানুসারে, প্রতি সেকেণ্ডে গড়ে ২.৬ জন করে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। প্রতি সেকেণ্ডে জন্ম-সংখ্যা থেকে মৃত্যু-সংখ্যা বাদ দিয়ে এই সংখ্যা হিসাব করা হয়েছে।

ধারণা করা হচ্ছে ২০২৩ সাল নাগাদ বিশ্বের জনসংখ্যা ৮ বিলিয়নে উপনীত হবে।
There will be some 7.75 billion people living on Earth on New Year's Eve.
There will be some 7.75 billion people living on Earth on New Year's Eve. Source: EyeEm
ফাউন্ডেশনটি বলছে, আফ্রিকার নারীরা বর্তমানে গড়ে ৪.৪ টি করে শিশুর জন্ম দেয়, যা বৈশ্বিক গড় ২.৪ এর চেয়ে দুটি বেশি।

আফ্রিকায় বর্তমানে জনসংখ্যা ১.৩ বিলিয়ন। জাতিসংঘের বর্তমান পূর্বাভাস অনুসারে, ২০৫০ সালে এটি ২.৫ বিলিয়নে পৌঁছে যাবে।


Share
Published 23 December 2019 12:04pm
Presented by Sikder Taher Ahmad


Share this with family and friends