টিকিট না পেয়ে আপসোস বা হা হুতাশ করছেন অস্ট্রেলিয়ায় বসবাসকারী বহু ভারতীয়। তবে অভিযোগ উঠেছে,এয়ার ইন্ডিয়ার ওই বিশেষ বিমানের টিকিট বিক্রির ওয়েবসাইটে গন্ডগোল দেখা দেওয়াতে অনেকে টিকিট কাটতে পারেননি।ভারতের কেন্দ্রীয় সরকার ৭ মে থেকে বন্দে ভারত মিশনে বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনছে।তার পর অস্ট্রেলিয়া থেকে মোট ১৫টি বিশেষ বিমান এসেছে ভারতে। সাতটি সিডনি থেকে এবং আটটি মেলবোর্ন থেকে।
অন্য দিকে বন্দে ভারত মিশনে এখনও পর্যন্ত এয়ার ইন্ডিয়া মোট ৭৬২টি বিশেষ বিমানে প্রায় দেড় লাখ ভারতীয়কে,বিভিন্ন দেশ থেকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে।এ বার চতুর্থ পর্যায়ের বন্দে ভারত মিশন শুরু হয়েছে ৩ জুলাই থেকে। এবারে মোট ৯১২টি বিশেষ বিমানে বিদেশ থেকে ভারতীয়দের দেশে ফেরানোর পরিকল্পনা রয়েছে ভারতের কেন্দ্রীয় সরকারের। তার মধ্যে এয়ার ইন্ডিয়া চালাবে ৪১৪টি বিমান।বাকি ৪৯৮টি ভারতীয় বেসরকারি বিমান পরিবহণ সংস্থার উড়ান চালানো হবে বিদেশে আটকে থাকা ভারতীয়দের ফেরানোর জন্যে।
সংবাদ সংস্থার রিপোর্ট অস্ট্রেলিয়ায় স্থানীয় সময় শনিবার সন্ধের দিকে এয়ার ইন্ডিয়ার তরফে ঘোষণা করা হয়, বন্দে ভারত মিশনের চতুর্থ পর্যায়ে ১ জুলাই থেকে ১৫ জুলাইয়ের মধ্যে অস্ট্রেলিয়া থেকে মোট আটটি বিমানে ভারতীয়দের ফেরানো হবে। চারটি ছাড়বে সিডনি থেকে, চারটি মেলবোর্ন থেকে। সেই মতো রবিবার দুপুর ১২টায় টিকিট বিক্রি শুরু হয় অনলাইনে।সংবাদ সংস্থার খবর,অস্ট্রেলিয়ায় স্থানীয় সময় দুপুর আড়াইটের মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে যায়।
জানা যাচ্ছে,এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানে ভারতীয়দের ফেরানো হবে,যার প্রত্যেকটিতে রয়েছে ২৫৬টি আসন। সব মিলিয়ে ২ হাজার ৪৮টি আসনের টিকিটই বিক্রি হয়ে গিয়েছে।টিকিট না পেয়ে হতাশ অস্ট্রেলিয়ায় বসবাসকারী বা আটকে থাকা বহু ভারতীয়।টিকিট কাটতে গিয়ে সমস্যার মুখে পড়েছেন অনেকে। তাঁদের অভিযোগ, সাইট ঠিকমতো কাজ না করার জেরেই তাঁরা টিকিট পাননি।কেউ সিট বুক করতেই ওয়েবসাইটে সমস্যা দেখা দিয়েছে।কেউ আবার শেষ মুহূর্তে সাইটের সমস্যায় পেমেন্ট করতে না পারায় টিকিট পাননি।
আবার টিকিটের দাম নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। অস্ট্রেলিয়া থেকে ভারতে ফেরার এক দিকের টিকিটের দাম ১৮০০ ডলার মানে ভারতীয় মুদ্রায় প্রায় ১ লক্ষ ৩৬ হাজার টাকা। যা নাকি হাই টাইম মানে ভরা মরসুমে যখন প্রচুর যাত্রীর ভিড় থাকে সেই সময় যাওয়া-আসার ভাড়ার চেয়েও বেশি।করোনা এবং লক ডাউনে বিভিন্ন দেশে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে এই উদ্যোগের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট দেশের দূতাবাস এবং বিদেশমন্ত্রক।অসামরিক পরিবহন দপ্তরের সহযোগিতায় চালু হয় এই বন্দে ভারত মিশন।