এই জয়ের ফলে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ। প্রথম ম্যাচে বাংলাদেশকে ১৪৯ রানের লক্ষ্য দেয় ভারত। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে ভারত। মুশফিকের চোখ ধাধাঁনো ব্যাটিংয়ে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম জয়ের স্বপ্ন পূরণ হয়। মুশফিক আর সৌম্যের ব্যাটে ভর করে বাংলাদেশ ভালো অবস্থানে যায়। সৌম্য আউট হওয়ার পর মুশফিক ও মাহমুদউল্লাহ ব্যাটিংয়ে হাল ধরেন এবং তাদের কাঙ্খিত সাফল্য পান।সীমিত ওভারের ফরম্যাট থেকে অনেক আগেই অবসর নিয়েছেন মাশরাফি। আইসিসির নিষেধাজ্ঞায় এক বছরের জন্য ক্রিকেট থেকে দূরে থাকতে হচ্ছে সাকিব আল হাসানকে। ব্যক্তিগত কারণে অনুপস্থিত তামিম ইকবাল। ইনজুরিতে ম্যাচ থেকে দূরে সাইফ উদ্দিন। একসঙ্গে অনেকগুলো ধাক্কা। বিশেষ করে সাকিব আল হাসানের নিষেধাজ্ঞায় মোরাল ইনজুরিতে পড়ে যাওয়া বাংলাদেশ দলের জন্য এই বুস্ট আপ দরকার ছিল। কারণ টি-টুয়েন্টি ক্রিকেটে এর আগের আট ম্যাচে ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। অন্যদিকে নিজেদের মাটিতে ভারত বরাবরই অপ্রতিরোধ্য।
প্রথম টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচের সময় বাংলাদেশি ব্যাটসম্যান সৌম্য সরকার ভারতের বিপক্ষে শট খেলছেন (AP Photo/Manish Swarup) Source: AP
স্বাভাবিকভাবেই অস্বস্তি আর দুর্ভাবনা নিয়েই দিল্লিতে পা রেখেছিল বাংলাদেশ দল। তার ওপর ছিল বায়ু দূষণজনিত বাধার শঙ্কা। কিন্তু সব শঙ্কা, অস্বস্তি আর দুর্ভাবনা দূরে সরিয়ে দল হিসেবে খেলে ভারতের বিরুদ্ধে প্রথম টি-টুয়েন্টি জয় করল বাংলাদেশ। বোলিং, ফিল্ডিং, ব্যাটিং-তিন ডিপার্টমেন্টেই অসাধারণ পারফরমেন্স। নিয়ন্ত্রিত বোলিং ও আটোসাঁটো ফিল্ডিংয়ে ১৪৮ রানে ভারতকে আটকে রাখে ভারতকে। ১৪৯ রানের টার্গেট তাড়ায় আগ্রাসী অথচ দায়িত্বশীল ব্যাটিং তিন বল বাকি থাকতেই জয় এনে দিয়েছে বাংলাদেশ দলকে। শুরু থেকে শেষ পর্যন্ত ছন্দোময় ক্রিকেট জানিয়ে দিলো হারিয়ে যায়নি বাংলাদেশ। তিন বছর আগে ৩ বলে ২ রানের সহজ সমীকরণ মেলাতে না পারা মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ এবার চ্যালেঞ্জিং কন্ডিশনে মিলিয়ে দিলেন ৩ ওভারে ৩৫ রানের সমীকরণ।
আগামী বৃহস্পতিবার রাজকোটে দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।