কোবিদ নাইনটিন-র মোকাবিলায় বৈশ্বিক এবং আঞ্চলিক পর্যায়ে একসঙ্গে লড়াই চালানো দরকার।পাকিস্তান জানাচ্ছে যে স্বাস্থ্য সম্পর্কিত এসএপিএম মানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সার্কের সদস্য দেশগুলির সঙ্গে ভিডিও কনফারেন্সে অংশ নেওয়ার জন্যে উপস্থিত থাকবেন, টুইটে লিখেছেন পাকিস্তানের বিদেশ বিষয়ক মুখপাত্র।পাকিস্তানের ওই মুখপাত্র বলেছেন যে পাকিস্তান তার প্রতিবেশীদের সাহায্যের জন্যে তৈরি রয়েছে।পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ইতিমধ্যেই করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় জাতীয় সুরক্ষা সম্পর্কিত একটি জরুরি বৈঠকও করেছেন।
উল্লেখ্য সার্ক দেশগুলোর সঙ্গে নিয়ে করোনার বিরুদ্ধে যুদ্ধে জিততে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে সার্কভুক্ত রাষ্ট্রগুলির নেতৃত্বকে আহ্বান জানিয়ে বলেছেন, করোনাভাইরাসের সঙ্গে লড়াইয়ের জন্য শক্তিশালী কৌশল রচনা করতে।কিভাবে সার্ক দেশগুলির নাগরিকদের সুস্থ রাখা যায়, তা নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করতে পারা যায়। একত্রে গোটা বিশ্বের সামনে এক উদাহরণ তৈরি করতে পারে সার্কভুক্ত রাষ্ট্রগুলি।একই সঙ্গে সুস্থতর পৃথিবী গড়তে অবদান রাখতে পারা যায়।
প্রধানমন্ত্রী এই টুইট করার পরই একে একে সার্কভুক্ত দেশগুলির পক্ষ থেকে এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সাড়া এসেছে। বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, আফগানিস্তান, মালদ্বীপের নেতারা টুইট করেছেন। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়র আলম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রস্তাবটিকে স্বাগত জানিয়েছেন। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কার নেতাদের সঙ্গে গঠনমূলক আলোচনার জন্য প্রস্তুত।
নেপালের প্রধানমন্ত্রী কে পি ওলি বলেছেন,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে প্রস্তাব দিয়েছেন,তাকে স্বাগত জানিয়েছেন। নেপালের সরকার সার্ক-এর সদস্যরাষ্ট্রগুলির সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত। ভুটানের প্রধানমন্ত্রীও মোদীর উদ্যোগের প্রশংসা করেছেন। তার কথায়, একেই বলে নেতৃত্ব। এই অঞ্চলের সদস্য হিসেবে একসঙ্গে এগিয়ে আসা উচিত। ছোট ছোট অর্থনীতির দেশগুলিতে আঘাত লাগে বেশি। ভুটানের অবশ্যই সহযোগিতা করা উচিত। ভুটানের প্রধানমন্ত্রী নিশ্চিত নরেন্দ্র মোদির নেতৃত্বে দ্রুত ফল পাওয়া যাবে। ভিডিও কনফারেন্স-এর জন্য অপেক্ষা করছেন।একইভাবে মোদির টুইটকে স্বাগত জানিয়েছেন আফগান প্রেসিডেন্টের মুখপাত্র সাদিক সিদ্দিকি, এবং মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মহম্মদ সলিহ।তবে, অধিকাংশ সার্কভূক্ত রাষ্ট্র মোদির প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন।