বাংলাদেশে করোনাভাইরাসে এক দিনে রেকর্ড মৃত্যু

বাংলাদেশে নতুন করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর এই প্রথম এক দিনে ৬০ জনের বেশি মানুষের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬৪ জনের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১ হাজার ৮৪৭ জন। এই সময়ে ৩ হাজার ৬৮২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ শো ৪৫ হাজার ৪৮৩ জন। ঢাকা থেকে রিপোর্টটি পাঠিয়েছেন ঢাকা প্রতিনিধি।

Army in Bangladesh street

Army in Bangladesh street Source: Supplied

১৮ জুন বাংলাদেশে শনাক্ত রোগীর সংখ্যা ১০০ হাজার ছাড়িয়ে যায়। মৃতের সংখ্যা দেড় হাজার ছাড়িয়ে যায় ২২ জুন। এর আগে ১৬ জুন এক দিনে মোট ৫৩ জনের মৃত্যুর খবর জানানো হয় স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে, এতদিন সেটাই ছিল এক দিনে সর্বোচ্চ মৃত্যু। আর সোমবারের বুলেটিনে এক দিনে ৪ হাজার ১৪ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর, এখন পর্যন্ত সেটাই সর্বোচ্চ।

শনিবার সকাল ৬টা থেকে অবরুদ্ধ হচ্ছে ওয়ারী

ওদিকে, পুরান ঢাকার ওয়ারীর ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত এলাকাগুলো শনিবার সকাল ৬টা থেকে অবরুদ্ধ হচ্ছে। টানা ২১ দিন এই ‘লকড ডাউন’ অবস্থা কার্যকর থাকবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

ওয়ারীর ৪১ নম্বর ওয়ার্ডের টিপু সুলতান রোড, জাহাঙ্গীর রোড, ঢাকা-সিলেট হাইওয়ে (জয়কালী মন্দির থেকে বলধা গার্ডেন) আউটার রোড এবং ইনার রোড হিসেবে লালমিনি রোড, হরে রোড, ওয়ার রোড, র‌্যানকিন রোড এবং নওয়াব রোডকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ।

দুই মাস সারাদেশ লকডাউনের পর এখন করোনাভাইরাস সংক্রমণ প্রবণ এলাকাগুলো চিহ্নিত করে সেগুলো অবরুদ্ধ করার কৌশল নিয়েছে সরকার। ঢাকায় পূর্ব রাজাবাজারের পর দ্বিতীয় এলাকা হিসেবে অবরুদ্ধ করা হচ্ছে ওয়ারীকে।

মঙ্গলবার বিকালে কোভিড -১৯ নিয়ন্ত্রণে জোনিং সিস্টেম বাস্তবায়ন বিষয়ক কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে মেয়র তাপস ওয়ারী লকডাউনের দিনক্ষণ জানান।

রাজাবাজারের অভিজ্ঞতা কাজে লাগানো হবে জানিয়ে মেয়র বলেন, স্বাস্থ্য অধিদপ্তর, আইইডিসিআর ও সিভিল সার্জন অফিস সার্বক্ষণিক তদারকি করবে। সশস্ত্র বাহিনী ও পুলিশ প্রশাসন থেকে ২৪ ঘণ্টা লকডাউন বাস্তবায়ন করবে। স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কাউন্সিলরের নেতৃত্বে ওয়ার্ড ভিত্তিক কাজ করবে।হত দরিদ্রদের জন্য ত্রাণসহ অন্যান্য সহায়তা থাকবে বলে জানান তিনি।

সীমিত পরিসরে অফিস ৩ অগাস্ট পর্যন্ত

বাংলাদেশে কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতিতে সীমিত পরিসরে যেভাবে অফিস চলছে, তা আগামী ৩ অগাস্ট পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।এছাড়া ১ জুলাই থেকে ৩ অগাস্ট পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ৭টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে বলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন।সার্বিক বিষয় বিবেচনা করে দোকানপাট খোলা রাখার সময় তিন ঘণ্টা বাড়ানো হয়েছে বলে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।
..


Share
Published 1 July 2020 1:56pm
Presented by Abu Arefin

Share this with family and friends