ফেডারেল নির্বাচনে জয়লাভ করে প্রধানমন্ত্রী স্কট মরিসন নতুন মন্ত্রীসভা ঘোষণা করেছেন। নতুন-পুরানো মুখের সমন্বয়ে এই মন্ত্রীসভা গঠিত হবে। ৪০ জনের নতুন মন্ত্রীসভা শপথ নিচ্ছে ২৯শে মে গভর্নর জেনারেলের অফিসে যেখানে পূর্ণ মন্ত্রী থাকছেন ২২ জন।
উল্লেখযোগ্য যারা এই মন্ত্রীসভায় থাকছেন তাদের মধ্যে আছেন ম্যারিস পেইন, তিনি তার পুরনো দপ্তর ফরেইন অ্যাফেয়ার্সসহ অতিরিক্ত দায়িত্ব পাচ্ছেন নারী মন্ত্রণালয়ের। এদিকে এটর্নি জেনারেল থাকছেন ক্রিস্টিয়ান পোর্টার এবং অতিরিক্ত দায়িত্ব পাচ্ছেন ইনডাসট্রিয়াল রিলেসন্স মিনিস্টার হিসেবে।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কেন ওয়াট ইনডিজিনাস এফেয়ারসের দায়িত্ব পাচ্ছেন প্রথম ইনডিজিনাস মিনিস্টার হিসেবে। মরিসনের সমর্থক বলে পরিচিত কুইন্সল্যান্ডের এমপি স্টুয়ার্ট রবার্ট গভর্নমেন্ট সার্ভিসেস এবং ন্যাশনাল ডিসেবিলিটি স্কিমের দায়িত্ব।
মিঃ মরিসন নতুন দপ্তর সার্ভিস অস্ট্রেলিয়া দেখভাল করবেন। তিনি বলেন, এই নতুন এজেন্সি বিভিন্ন পন্থায় চেষ্টা করবে তার লক্ষ অর্জন করতে। মরিসন তার আরেক সমর্থক অ্যালেক্স হকের জন্যও পুরস্কার রেখেছেন। তিনি পাচ্ছেন ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্ড দ্য প্যাসিফিক এবং অ্যাসিস্ট্যান্ট ডিফেন্স মিনিস্টারের পদ।
গ্রেগ হান্ট স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে বিশেষ ফোকাস করবেন তরুণদের আত্মহত্যার প্রবণতার বিষয়ে। জলবায়ু পরিবর্তনকে সামনে রেখে এনার্জি মিনিস্টারের দায়িত্ব পাওয়া এঙ্গাস টায়লার অতিরিক্ত পাচ্ছেন এমিসন রিডাকসনের দপ্তর। এনভায়রন মিনিস্টার হচ্ছেন মেলিসা প্রাইস। মন্ত্রীসভায় তিনিসহ পূর্ণ নারীমন্ত্রী থাকছেন মোট ৭ জন।
টাসমানিয়ার সিনেটর রিচার্ড কোলবেক পাচ্ছেন ক্রীড়া, প্রবীণ সেবা এবং যুব মন্ত্রণালয়ের দায়িত্ব।
প্রাক্তন মন্ত্রী মিচ ফাইফিল্ড এবং আরথার সিনারডিনস কোন মন্ত্রিত্ব না পেলেও নতুন দায়িত্ব পাচ্ছেন যথাক্রমে জাতিসঙ্ঘে এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে।
এসবিএস নিউজের জন্য মূল প্রতিবেদনটি তৈরি করেছেন সুনীল আওস্থি এবং অনুবাদ করেছেন শাহান আলম