পাকিস্তানি নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করলো বাংলাদেশ

ইসলামাবাদে বাংলাদেশী দূতাবাসের এক কর্মকর্তার ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে সৃষ্ট জটিলতার প্রেক্ষাপটে গত ১৩ মে থেকে পাকিস্তানি নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করেছে সেখানে অবস্থিত বাংলাদেশের হাইকমিশন।

Visa

Source: Getty Images

রুশ বার্তা সংস্থা দিল্লি থেকে করা এক খবরে বলেছে, কূটনৈতিক অচলাবস্থার জেরে পাকিস্তানের নাগরিকদের জন্য ভিসা প্রদান করা বন্ধ করেছে বাংলাদেশ।

ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ভারপ্রাপ্ত ভিসা কাউন্সেলরের দায়িত্ব পালন করছিলেন প্রেস কাউন্সেলর ইকবাল হোসেন। এ বছরের ৩০ মার্চ তার ঢাকায় ফেরার কথা ছিল। ভিসার মেয়াদ শেষ হওয়ায় নিজের ও মেয়ের ভিসা বাড়াতে তিনি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলেন। এর পাশাপাশি, ঢাকায় তার স্ত্রী ও ছেলেও ভিসার জন্য পাকিস্তান হাইকমিশনে আবেদন করেছিলেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি যোগাযোগ করলে বলা হয়, বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশের সংবাদপত্র -কে ইকবাল হোসেন বলেন,

“ঢাকায় আমার স্ত্রী ও ছেলে অন্তত তিনবার ভিসার জন্য পাকিস্তান হাইকমিশনে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও ভিসা পান নি। ঢাকায় ফিরে যাব বলে গত ৩০ এপ্রিল সব মালপত্র পাঠিয়ে দিয়েছি। এমন এক অবস্থায়, আমার দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।”

২০১৩ সাল থেকে বাংলাদেশ ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের মাঝে শীতলতা দেখা যাচ্ছে।

Follow SBS Bangla on .



Share
Published 21 May 2019 1:56pm
By Sikder Taher Ahmad

Share this with family and friends