মেলবোর্নে কারাবন্দি বাংলাদেশী মোমেনা সোমার বিরুদ্ধে আবারো সহিংসতার অভিযোগ

মেলবোর্নে কারাগারে অপর এক বন্দিনীকে ছুরিকাহত করার অভিযোগ উঠেছে ৪২ বছর কারাদণ্ড-প্রাপ্ত বাংলাদেশী মোমেনা সোমার বিরুদ্ধে।

Momena Shoma  attacked her homestay host in a terror attack in Melbourne.

বাড়িওয়ালাকে ছুরিকাহত করার অভিযোগে মোমেনা সোমার ৪২ বছরের জেল হয়। Source: AAP

হাইলাইটস

  • কারাবন্দি বাংলাদেশী নাগরিক মোমেনা সোমার বিরুদ্ধে কারাগারে এক বন্দিনীকে ছুরিকাহত করার অভিযোগ।
  • মোমেনা অস্ট্রেলিয়ায় প্রথম নারী যিনি প্রত্যক্ষভাবে সন্ত্রাসী হামলার অভিযোগে সাজা পেয়েছেন।
  • বাংলাদেশে থেকে স্টুডেন্ট ভিসায় এসে মাত্র আট দিন পরই বাড়িওয়ালাকে চুরি দিয়ে আক্রমণ করেন।

সংবাদপত্রে এক প্রতিবেদনে বলা হয়েছে, মেলবোর্নে কারাবন্দি বাংলাদেশী নাগরিক মোমেনা সোমার বিরুদ্ধে কারাগারের অপর এক বন্দিনীকে ছুরিকাহত করার অভিযোগ উঠেছে।

রিপোর্টটিতে আরও বলা হয়, মোমেনা সোমার বিরুদ্ধে গত বুধবার অভিযোগ আনা হয়। পুলিশ অভিযোগ করেছে যে, গত ৩০ অক্টোবর মোমেনা সোমার সঙ্গে অপর এক বন্দিনীর কলহ হয় এবং পরে পুলিশ ডাকা হয়।

বাড়িওয়ালাকে ছুরিকাহত করার অভিযোগে গত বছর মোমেনা সোমার ৪২ বছরের জেল হয়। জেলে মাত্র দু’বছর পার হতে না হতেই এই ঘটনা।

২০১৮ সালের ৯ ফেব্রুয়ারি মেলবোর্নের মিল পার্কে বাড়িওয়ালা রজার সিঙ্গারাভেলুকে ছুরিকাহত করে বাংলাদেশী নাগরিক মোমেনা সোমা। ২৬ বছর বয়সী এই নারী ‘শহীদ হওয়ার’ আকাঙ্ক্ষায় এ কাণ্ড ঘটায় বলে জানিয়েছিল।

বিচারপতি লেসলি অ্যান টেইলর গত বছর মোমেনা সোমাকে ৪২ বছরের কারাদণ্ড প্রদান করেন। মোমেনা সোমা সাড়ে ৩১ বছর কারাবাসের আগে প্যারোলের আবেদন করতে পারবেন না।

বিচারপতি টেইলর বলেন, অস্ট্রেলিয়ায় সোমার আগমনের “মূল উদ্দেশ্যই” ছিল একটি সন্ত্রাসী হামলা চালানো। চালাকি করে তিনি লা ট্রোব ইউনিভার্সিটিতে লিঙ্গুইস্টিক্সে মাস্টার্স কোর্সে ভর্তি হন।

২০১৮ সালের ১ ফেব্রুয়ারি বাংলাদেশে থেকে স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়ায় আসেন সোমা। এর মাত্র আট দিন পরই ৯ ফেব্রুয়ারিতে বাড়িওয়ালাকে আক্রমণ করেন।

মোমেনা সোমার উচ্চতা ৫ ফুট এবং ওজন ৪০ কেজি। ছোটখাটো গড়নের এই নারীই অস্ট্রেলিয়ায় প্রথম নারী যিনি প্রত্যক্ষভাবে সন্ত্রাসী হামলার অভিযোগে সাজা পেয়েছেন।

Share
Published 20 November 2020 8:21pm
Updated 20 November 2020 8:25pm
By Abu Arefin
Presented by Abu Arefin

Share this with family and friends