দিন কয়েক আগেই মার্কিন যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরেন পিটার ডাটন। ওয়াশিংটনে আয়োজিত একটি অনুষ্ঠানে সোশ্যাল মিডিয়ায় শিশু নিগ্রহ থামানো নিয়ে ইভাঙ্কা ট্রাম্পের সঙ্গে কথা হয় তার। এরপর দেশে ফিরেই অসুস্থ হয়ে পড়েন ডাটন।পরীক্ষার পর জানা যায় তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতেই উদ্বেগ বেড়ে যায় ইভাঙ্কার। তাই নিরাপত্তার স্বার্থে বাড়িতে থাকার সিদ্ধান্ত নেন ট্রাম্পকন্যা।
পিটার ডাটন তার টুইট একাউন্টে লিখেছেন তিনি আগের চেয়ে এখন অনেক ভালো আছেন। তিনি তার অসুস্থতার সময়ে যারা তাকে শুভেচ্ছা জানিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন এক সময়ে হয়েছে একত্রে কাজ করার এটা নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নেই।
অন্যদিকে প্রধানমন্ত্রী স্কট মরিসন পিটার ডাটনের সংস্পর্শে আসার পর প্রধানমন্ত্রী পরীক্ষা করার দাবি উঠে তবে প্রধানমন্ত্রী বলেন এর কোনো প্রয়োজন নেই। অন্যদিকে মন্ত্রী পরিষদের কয়েকজন পিটার ডাটনের সঙ্গে বৈঠক করলেও তাদের পরীক্ষা করার প্রয়োজন নেই বলে জানানো হয়েছে। বিরোধী দল লেবার সবার জন্য একই ব্যাবস্থা রাখার দাবি জানিয়েছে ,তাদের বক্তব্য এর ফলে মানুষের কাছে ভুল বার্তা পৌঁছাবে।
চীনের উহান থেকে বিশ্বের ১৪৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে গেছে করোনা ভাইরাসে।এখন পর্যন্ত বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১১৮ হাজার ছাড়িয়েছে। মারা গেছে পাঁচ হাজার এর মতো । মৃতের সংখ্যা সবচেয়ে বেশি চীনে। তার পরেই রয়েছে ইতালি ও ইরান। অস্ট্রেলিয়াতে মারা গেছে ৪ জন। ইতোমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) কোভিড-১৯ এর বিস্তারকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে।