Source: Facebook
এছাড়াও মাশরাফি আন্তর্জাতিক ওয়ানডেতে পঞ্চম অধিনায়ক হিসেবে ১০০তম উইকেট পেয়েছেন । আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে অধিনায়ক হিসেবে এই অভিজাত ক্লাবে নাম লেখান ওয়াসিম আকরাম তিনি পান ১৫৮ উইকেট , শন পোলক পান ১৩৪ উইকেট , ইমরান খান ১৩১উইকেট এবং জেসন হোল্ডার নিয়েছেন ১০১ উইকেট ।
জিম্বাবুয়ে সিরিজের শুরুতেও আলোচনায় ছিলেন মাশরাফি বিন মুর্তজা। শেষ ম্যাচের আগে ঘোষণা দিয়ে দিলেন, অধিনায়ক হিসেবে এটাই তার শেষ ম্যাচ। আর এই মাশরাফির শেষটা জয় দিয়েই রাঙালো সতীর্থরা । তৃতীয় দফায় টানা ছয় বছর বাংলাদেশের অধিনায়কের দায়িত্বে ছিলেন মাশরাফি। সাম্প্রতিক তার গতির তারতম্যের কারণে এবং প্রত্যক্ষভাবে রাজনীতিতে জড়িয়ে পড়ায় গত এক বছর ধরে ধেয়ে আসা আলোচনার ঝড় সেই ঝড় থামিয়ে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিলেন মাশরাফি ।
বিশ্বকাপে আট ম্যাচে উইকেট পেয়েছিলেন মোটে একটি। তারপর আর খেলেননি মাশরাফী বিন মোর্ত্তজা। বিশ্বকাপে বল হাতে বিবর্ণ থাকায় প্রশ্ন উঠেছে মাশরাফীর সামর্থ্য নিয়ে। অবশ্য বিশ্বকাপের পর বাংলাদেশ খেলেছেই মাত্র একটি ওয়ানডে সিরিজ। চোটে পড়ায় মাশরাফী যেতে পারেননি শ্রীলঙ্কায়। তামিম ইকবালের নেতৃত্বে জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে হোয়াইটওয়াশ (৩-০) হওয়া টাইগারদের জন্য ঘুরে দাঁড়ানোর সিরিজ ছিল এটি।প্রতিপক্ষ জিম্বাবুয়ে। সাত মাসেরও বেশি সময় পর ওয়ানডে অধিনায়ক নেমেছিলেন আন্তর্জাতিক ম্যাচ খেলতে।
বিশ্বকাপে ভালো সময় কাটেনি মাশরাফি বিন মর্তুজার। অভিজ্ঞ এই পেসার ৮ ম্যাচে পেয়েছিলেন মাত্র একটি উইকেট। এমন পারফরম্যান্সে সমালোচনার ঝড় উঠেছিল নীরবে তা হজম করেছেন তিনি । তখনি প্রশ্ন উঠেছিল কবে অবসরে যাচ্ছেন তিনি । এ নিয়ে এতদিন তেমন কিছু বলতে শোনা যায়নি তাকে। বিশ্বকাপের পর জাতীয় দলের হয়ে প্রথম মাঠে নামার পর আবারো সেই একই প্রশ্ন। তবে এবার আর চুপ থাকতে পারলেন না ঘোষণা দিলেন ওয়ানডে ক্রিকেট এর অধিনায়ক হিসাবে অবসর নেওয়ার ।