এসো হে বৈশাখ এসো এসো! পহেলা বৈশাখ - বাংলা নববর্ষ ১৪২৯ এর প্রথম দিন দরজায় কড়া নাড়ছে! দিনটি বাঙালিদের পরিচয়ের গভীরে প্রোথিত। বাড়ি ফিরে ভোরবেলা বাদ্যযন্ত্রের সুর, চারুকলা ইনস্টিটিউটের ঐতিহ্যবাহী উৎসব সমাবেশ, অগণিত মেলা সবই আমাদের ভেতরের বাঙালি সত্ত্বাকে উদ্ভাসিত করে।
অস্ট্রেলিয়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন (এবিএ) আয়োজিত পহেলা বৈশাখের অনুষ্ঠানটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেলবোর্নের পশ্চিমে ড্যানডিনং এলাকার গ্লোরিয়া পাইক নেটবল কমপ্লেক্স, গ্রিভস রিজার্ভে অনুষ্ঠিত হবে।
সংগঠনের কোষাধ্যক্ষ ফাইজুল ইসলাম এসবিএস বাংলাকে জানিয়েছেন, অনুষ্ঠানে থাকবে গান, নাচ, নাটক, মুখের চিত্রাঙ্কন এবং কবিতা আবৃত্তি সহ অর্কেস্ট্রেটিং সাংস্কৃতিক পরিবেশনা এবং বাঙালি ঐতিহ্যের নানা উপকরণ সম্বলিত নানা খাবারের স্টল। এছাড়া বেশ কিছু দেশি গহনা,বুটিক,পোশাক এবং বিভিন্ন পণ্যসামগ্রীর স্টলও থাকবে।
আয়োজকরা জানিয়েছেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকার কথা রয়েছে মি. জুলিয়ান হিল এমপি, ফেডারেল মেম্বার, ব্রুস এবং মি. গ্যারি মাস এমপি, মেম্বার, ন্যারে ওয়ারেন সাউথ।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইনকর্পোরেটেডের অন্যতম কার্যনির্বাহী সদস্য জালাল আহমেদ জানিয়েছেন, "দীর্ঘ সময়ের কোভিড রেস্ট্রিকশনের পর এই 'বৈশাখী মেলা' অনুষ্ঠিত হবে। আমাদের প্রত্যাশা মেলবোর্নের বাঙালি কমিউনিটি এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে।"
অনুষ্ঠান সংগঠক অস্ট্রেলিয়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইনকর্পোরেটেডের কার্যনির্বাহী কমিটির সদস্য শামসুল আরেফিন বিপুল বলেন, "মেলায় দিনভর আয়োজনে স্থানীয় শিল্পীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। অনুষ্ঠানটিকে মাল্টিকালচারাল রূপ দিতে এবারের পরিবেশনায় বাংলাদেশ ছাড়াও নেপাল ও ভারতের বিভিন্ন শিল্পীদের পরাবেশনা দর্শকদের বিমোহিত করবে বলে আমাদের বিশ্বাস।"
এবিএ'র প্রেসিডেন্ট রেজা সিদ্দিকী এবং জেনারেল সেক্রেটারি তৌহিদ পাটোয়ারী একই প্রত্যাশা ব্যক্ত করে বলেন, এরকম মাল্টিকালচারাল অনুষ্ঠানের আয়োজন করতে পেরে আমরা আনন্দিত।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন:
আরও দেখুন: