গ্রহণযোগ্য যৌক্তিক কারণ গুলোর উল্লোখযোগ্য অংশ :
* খাবার সংগ্রহ কিংবা অন্যান্য পণ্য এবং সেবা গ্রহণের জন্য
* কর্মক্ষেত্রে যাওয়া এবং শিক্ষালাভের জন্য ভ্রমণ, যদি তা ঘর থেকে সম্পন্ন করা সম্ভব না হয়
* ব্যায়াম, মেডিকেল বা সেবা করার জন্য, রক্তদানের জন্য
* পাবলিক সার্ভিস গ্রহণের জন্য, যেমন ওয়েলফেয়ার কিংবা ডমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে সহায়তা লাভের জন্য বাইরে যাওয়া।
এ ছাড়া এই অর্ডারের মাধ্যমে পাবলিক প্লেসে দু’জনের বেশি লোকের সমাবেশও বাতিল করা হয়েছে যদি না তারা একই পরিবারের সদস্য হন কিংবা সেই সমাবেশ যদি কাজ বা শিক্ষার জন্য অপরিহার্য না হয়।
অস্ট্রেলিয়ার সর্বমোট কোভিড-১৯ সংক্রমণ কম-বেশি অর্ধেকই নিউ সাউথ ওয়েলসে। মঙ্গলবার সকাল পর্যন্ত এ রাজ্যে সংক্রমণের সংখ্যা ২,০০০ ছাড়িয়ে গেছে।নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার গ্লাডিস বেরেজিক্লিয়ান মঙ্গলবার জনগণের প্রতি অনুরোধ করেন একেবারেই দরকার না হলে ঘরের বাহিরে না যেতে।
নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনির ওয়েভারলি এবং বন্ডাইয়ের মতো এলাকায় স্থানীয়ভাবে করোনাভাইরাসের প্রাদূর্ভাব ঘটেছে। এর ফলে, কমিউনিটি থেকে কমিউনিটিতে সংক্রমণ কমাতে সেসব এলাকায় টেস্টিংয়ের সংখ্যা বাড়ানো হচ্ছে । অস্ট্রেলিয়ায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। মঙ্গলবার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৫৫৭ জন। মৃত্যু হয়েছে ১৯ জনের।
রাজ্য হিসেবে গতকাল পর্যন্ত এ সি টি তে ৮০, নিউ সাউথ ওয়েলসে ২০৩২, ভিক্টোরিয়ায় ৯১৭, কুইন্সল্যান্ডে ৭৪৩, সাউথ অস্ট্রেলিয়ায় ৩৩৭, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় ৩৬৪, তাসমানিয়ায় ৬৮ ,, ও নর্দান টেরিটরিতে ১৬ জন আক্রান্ত হয়েছে।