“পঞ্চাশে বাংলাদেশ: অনিশ্চিত যাত্রা থেকে উন্নয়নের রোল মডেল” শিরোনামে অনলাইনে অস্ট্রেলিয়া প্রবাসীদের দু’দিনব্যাপী আয়োজিতে অনুষ্ঠানটিতে বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশের উন্নয়ন অন্যদের অনুসরণীয়।
এর আয়োজনে ছিল অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি, আরএমআইটি ইউনিভার্সিটি, কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজি, গ্রিফিথ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ সাউদার্ন কুইন্সল্যান্ড, ম্যাকুয়ারি ইউনিভার্সিটি, সুগার রিসার্চ অস্ট্রেলিয়া, কুইন্সল্যান্ড হেলথের সিনিয়র শিক্ষক ও গবেষকরা এবং অস্ট্রেলিয়ার সামাজিক সংগঠন ‘ — দ্য লিগ্যাসি অফ বঙ্গবন্ধু অস্ট্রেলিয়া ইনক’।
READ MORE
নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
সেমিনারটিতে আটটি বিষয়ের উপর বাংলাদেশের খ্যাতিমান আট জন বিশেষজ্ঞ সামাজিক, রাজনৈতিক, কৃষি, শিক্ষা, জ্বালানি ও পরিবেশ, স্বাস্থ্য ও পর্যটন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান, কোভিড ও বাংলাদেশের পোশাক শিল্প এবং বাংলাদেশের আন্তর্জাতিকিকরণ নিয়ে উপস্থাপনা করেন প্রফেসর রেহমান সোবহান, ড. শামসুল আলম, মুহম্মদ জাফর ইকবাল, প্রফেসর ডা. মোহাম্মদ শহীদুল্লাহ, ড. তৌফিক ই এলাহী চৌধুরী, প্রফেসর ফরাস উদ্দিন, ফারুক হাসান ও প্রফেসর শুনসুকি মানাগি।
এছাড়াও, বিশ্ব মানচিত্রে বাংলাদেশের যথাস্থাপন বিষয়ক একটি বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ফ্রাঙ্ক রামসে ইমারিটাস প্রফেসর স্যার পার্থ দাশগুপ্ত। আলোচনায় আরও অংশ নেন প্রফেসর এডওয়ার্ড বারবিয়ার, প্রফেসর শুনসুকি মানাগি, প্রফেসর ড. আলাউদ্দিন, প্রফেসর সামস আহমেদ-সহ আরও অনেকে।
আলোচনায় বাংলাদেশের ৫০ বছরের অর্জনকে বিশ্বে অনুসরণীয় উদাহরণ হিসাবে তুলে ধরা হয়। বলা হয়, আগামী বিশ বছরের অর্থনৈতিক অগ্রগতির জন্য নানা চ্যালেঞ্জ বিশেষ করে প্রাথমিক জ্বালানি যোগান, মানসম্মত শিক্ষা, লো-কার্বন শিল্পায়ন, কৃষির আধুনিকায়ন ইত্যাদি মোকাবেলায় সঠিক নীতি গ্রহণ ও বাস্তবায়নের কোনো বিকল্প নেই। নিজস্ব সম্পদ আহরণ ও ব্যবহারে গুরুত্ব দেওয়ার পাশাপাশি মানবসম্পদ উন্নয়ন ও রপ্তানি বহুমুখীকরণের উপর গুরুত্ব দেওয়া হয়।