বিশ্বকাপ ফুটবলে সমর্থকদের উম্মাদনা: আর্জেন্টিনা

বাংলাদেশ কখনও বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে যেতে পারে নি। তাই বলে দেশটির জনগণ কখনও ফুটবলের এই সবচে’ বড় আসরের প্রতি মুখ ফিরিয়ে নেয় নি। বাংলাদেশে রয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনার অগণিত সমর্থক, যারা এক্ষেত্রে পাল্লা দিতে পারেন খোদ সেই দেশ দু’টির অন্য যে-কোনো সমর্থকের সঙ্গে।

Argentina can still go all the way, 1978 hero says

Source: Reuters

বিশ্বকাপ ফুটবলে দু’বার চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বহু সমর্থক রয়েছে বাংলাদেশ এবং ভারতে। কিংবদন্তী ফুটবলার ম্যারাডোনার নাম আর্জেন্টিনার নামের সঙ্গে জড়িয়ে আছে ওতোপ্রোতোভাবে।

বাংলাদেশের মানুষ বিশ্বকাপ ফুটবল শুধু দেখে না, তারা এটা উদযাপন করে।

এবারের আসরে গ্রুপ পর্যায়ে আর্জেন্টিনার শুরুটা ছিল নড়বড়ে। দ্বিতীয় পর্ব নিশ্চিত করতে তাদেরকে নির্ভর করতে হয়েছে ভাগ্যের উপর। তাই, নাইজেরিয়ার সঙ্গে ম্যাচটি ছিল অনেক গুরুত্বপূর্ণ। নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে ‘ডি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোয় ওঠে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার সমর্থকদের উত্তেজনা ও উম্মাদনার রেশ ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুকে চলছে তর্ক-বিতর্ক, হইচই এবং তুমুল বাক-বিতণ্ডা।


Follow SBS Bangla on .

 

 


Share
Published 29 June 2018 2:55pm
Updated 29 June 2018 3:47pm
By Sikder Taher Ahmad

Share this with family and friends