অস্ট্রেলিয়া চীনের সাথে মানবাধিকার অংশীদারিত্ব স্থগিত করেছে

অস্ট্রেলিয়া চীনের সাথে মানবাধিকার অংশীদারিত্ব স্থগিত করেছে। এই পদক্ষেপটি নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত জিনজিয়াং অঞ্চলে জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে চীনের পদক্ষেপের নথি ফাঁসের পরে নেয়া হয়েছে। উল্লেখ্য অনেকদিন ধরেই বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে উইঘুরের মুসলিমদের সাথে চীনা কর্তৃপক্ষের নেতিবাচক আচরণের খবর আসছিলো।

Flags from China and Australia

Source: iStockphoto

দুই দশকের অংশীদারিত্বের পর, বিদেশ বিষয়ক অধিদফতর চীনের সাথে অস্ট্রেলিয়ার মানবাধিকার প্রযুক্তিগত সহযোগিতা কার্যক্রম স্থগিত করেছে।

নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন প্রকাশের প্রেক্ষিতে জিনজিয়াং অঞ্চলে জাতিগত সংখ্যালঘুদের সাথে চীনের আচরণের বিষয়ে অস্ট্রেলিয়ান রাজনীতিবিদরা উদ্বেগ প্রকাশ করেছেন।

টাইমস চীনা কমিউনিস্ট পার্টির ৪০০ পৃষ্ঠার ফাঁস হওয়া অভ্যন্তরীণ দলিল উল্লেখ করেছে যেখানে মুসলিম সংখ্যালঘু, বিশেষত উইঘুর এবং কাজাখদের বিষয়ে সরকারের পদক্ষেপের বিবরণ দেওয়া হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ম্যারিস পেইন এক বিবৃতিতে জানিয়েছেন যে প্রতিবেদনগুলি উদ্বেগজনক।


Share
Published 22 November 2019 4:18pm
Updated 22 November 2019 4:21pm
By Bethan Smoleniec
Presented by Shahan Alam
Source: SBS News

Share this with family and friends