দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন বাংলাদেশের বরেণ্য সুরকার, গীতিকার, সঙ্গীত পরিচালক মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল। গত বছর তার হৃদযন্ত্রে অস্ত্রোপচারও হয়েছিল। মঙ্গলবার সকালে ঢাকার আফতাবনগরের বাসায় তার হার্ট অ্যাটাক হয়। এরপরে তাকে মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। খবর র।
১৯৭১ সালে মাত্র ১৫ বছর বয়সে আহমেদ ইমতিয়াজ বুলবুল মুক্তিযুদ্ধে যোগদান করেন।
দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে তিনি তিনশর বেশি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন। তার সুর দেওয়া গানগুলোর মধ্যে রয়েছে, ‘সব কটা জানালা খুলে দাও না’, ‘ও মাঝি নাও ছাইড়া দে ও মাঝি পাল উড়াইয়া দে’, ‘সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য’-এর মতো গানগুলো।
বাংলাদেশের সর্বোচ্চ সম্মান একুশে পদক, দু’বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং রাষ্ট্রপতি পুরস্কারসহ অসংখ্য পুরস্কার লাভ করেন তিনি।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি আহমেদ ইমতিয়াজ বুলবুলের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।